সাতে পাঁচে কবিতায় সুকৃতি সিকদার
অছিলা
এক
জেগে থাকা মানে বহু
গিরগিটির ভিতরে পতঙ্গের মতো এজীবন
নিয়ে ওড়াউড়ি।
ডানার ব্যাথায় পাতা ভারি হয়ে আসে। তৎবীর
চোখেরই ক্ষমতা সব, বলা আর দ্যাখা…
ঘুম তবু জোটে না কপালে।
দুই
বাঁচাই অছিলা যেন আজ।
তোমাকে অনেক কথা বলার সময় মনে হল
মুখের ভিতরে যেন পিস্তলের নল
গুঁজে বসে আছি।
গলার উপর দিয়ে যাওয়া
চাকার ভাষাও ছিল হয় তো কবিতা!
তোমাকে বলার কথা অছিলার মতো
সমুদ্র পেরোতে গিয়ে হারিয়ে ফেলেছি।
0 Comments.