- 32
- 0
ক্যারোলিন আর তার বন্ধুরা সটান দাঁড়িয়ে পড়েছিল লাইনে| গলাধাক্কা জুটতে অবশ্য দেরি হয় নি|
ক্যারোলিন সহজে ছাড়বার পাত্রী নয়| বোঝাতে গিয়েছিল যে সেও একটা মানুষ, আমেরিকান নাগরিক| দেশের প্রেসিডেন্ট নির্বাচনে তার নিশ্চয়ই ভোট দেবার অধিকার আছে| দুদিন হাজতবাস হয়েছিল|
সেই থেকে ক্যারোলিনের ধনুর্ভঙ্গ পণ, এদেশে মেয়েদের ভোট দেওয়ার অধিকার সে লড়াই করে ছিনিয়ে নেবে| বড় একটা অ্যাক্টিভিস্ট দলের সঙ্গে যুক্ত| নানা প্রতিবাদ মিছিলে হাঁটে, মিটিঙে যায়|
কয়েকবার চেষ্টা করেছে সারাকে নিয়ে যাওয়ার| সারা লুকিয়ে থেকেছে| ক্যারোলিনের ওপর তার পূর্ণ সমর্থন| কিন্তু জনসমক্ষে যেতে প্রবল অনীহা|
ইদানিং ক্যারোলিনএর সঙ্গে কেরির পরিচয় হয়েছে| কেরি চ্যাপম্যান ক্যাট| মেয়েদের অধিকারের জন্যে লড়ছে| ওম্যান সাফরেজ অ্যাসোসিয়েশনএর নেত্রী| কেরি আর ক্যারোলিন মিলে চেষ্টা চালাচ্ছে ডাক্তার আর নার্স মেয়েদের নিয়ে একটা ওভারসিজ হাসপাতাল খোলার|
মেয়েদের ভোট দেওয়ার দাবী জানালে মাঝেমধ্যেই শুনতে হয় – “মেয়েরা কি দেশের জন্যে যুদ্ধে যায়? দেশের সেবা করে? তাহলে কেন মেয়েদের ভোটিং রাইট থাকবে?”
তাই ক্যারোলিনের এখন পাখির চোখ যুদ্ধে যাওয়া - মিলিটারি সার্ভিস| ফ্রন্টলাইনে সে লড়তে চায়| এদেশে মানে আমেরিকায় সেটা সম্ভব নয়| মিলিটারিতে মেয়েদের জায়গা নেই| কিন্তু ইউরোপে আছে| বিশেষত, সেখানে এখন বিশ্বযুদ্ধ শুরু হয়েছে| ডাক্তার আর নার্সের দরকার সেখানে এখন অনেক বেশি|
উনিশশো সতেরো সালের শেষের দিকে ডাক্তারী পাস করে সারা ঘোষণা করলো সে ফ্রান্সে যাচ্ছে| বিশ্বযুদ্ধে ডাক্তারী পরিষেবা দিতে|
নরমসরম সারার এমন ঘোষণায় ব্রাউন পরিবারে আকাশ ভেঙে পড়লো| সারার বাবা ধর্মপ্রাণ যাজক| মা সংসারে নিবেদিতপ্রাণ গৃহবধূ| মেয়ের এমন সৃষ্টিছাড়া পরিকল্পনায় মর্মান্তিক শোক পেলেন দুজনেই|
শুধু রবার্ট বলেছিল, সে অপেক্ষায় থাকবে|
তারপর তো এই লাব্যুয়ের শহর| উনিশশো আঠারো সালের ফেব্রুয়ারী মাসে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আটাত্তর জন মেয়ে ডাক্তার আর নার্সের প্রথম দলটি এসে হাজির হলো সেখানে| কেরি চ্যাপম্যান ক্যাট, ক্যাটরিনা টিফ্যানি-রা ফান্ডরেইজিং করে তুললেন দু'লক্ষ ডলার| এখনকার হিসেবে যা তিন মিলিয়ন ডলারেরও বেশি| তৈরী হলো হাসপাতাল|
ইউরোপে তখন মহামারী| স্প্যানিশ ফ্লুতে দলে দলে মানুষ মরছে| ঠিক যেন এখনকার মহামারীর ছবি| তার মধ্যে বিশ্বযুদ্ধের দামামা| মেয়েরা কিন্তু অকুতোভয়|
“বলেছিলে না তোমরা, মেয়েরা যুদ্ধে গিয়ে দেশের সেবা করে না? এবার দ্যাখো আমরা যুদ্ধে যেতে পারি কী না| কেন ভোটের অধিকার দেবে না আমাদের?”
দলে দলে এসেছিল তারা| যখন তখন বোমারু বিমান, এয়ার রেইড| তার মাঝে প্রাণ হাতে করে একদল আমেরিকান সাহসিকা নিজেরাই গড়েছিল তাদের একান্ত নিজস্ব হাসপাতাল| পৃথিবীতে আর কোথাও কি এমন উদাহরণ আছে? যেখানে গোটা হাসপাতালটাই তৈরী হয়েছে একদল ডাক্তার আর নার্স মেয়ের পরিশ্রমে? মনে হয় না|
জুন মাসের মধ্যেই আমেরিকান মেয়েরা পঞ্চাশটা ব্যারাক তৈরী করে ফেলল| সাহায্য করল জার্মান যুদ্ধবন্দীরা|
জুলাই মাসের মধ্যে শুধু লাব্যুয়ের শহরেই পাঁচশোটি বেড| দশহাজার আহত মানুষের চিকিৎসা আর শুশ্রূষা হতে থাকল|
ওম্যান'স ওভারসীজ হাসপাতাল ফ্রান্সের উত্তরে আরো তিনটি শহরে একই রকম চিকিৎসাকেন্দ্র গড়েছিল| প্রতিটি কেন্দ্রে গড়ে পনের হাজার মানুষ চিকিৎসা পেতেন|
সারা নিউইয়র্কে বাবাকে চিঠি লিখল - 'জানো বাবা, এখানকার সৈন্যদের কাছে আমরা খুব পয়া, lucky charm. আমাদের মতো ডাক্তার আর নার্স মেয়েদের ওরা কী চোখে যে দেখে! বিশ্বাস করে, আমরা একবার ওদের মাথায় হাত বুলিয়ে দিলেই ওরা ভালো হয়ে যাবে| আদর করে আবার নাম দিয়েছে - "মিলিয়ন ডলার"| আমি ওদের কাছে গিয়ে বুকে ক্রস এঁকে দিই, মনে মনে প্রার্থনা করি যেন ভালো করে তুলতে পারি সবাইকে|'
সে চিঠি পড়ে নিউইয়র্কে বাবার চোখে জল|
আহতদের চিকিৎসা চলছে পুরোদমে| এমন সময় জার্মানি থেকে সদ্য ছাড়া পেয়ে কয়েকজন ইংরেজ সৈন্য ভর্তি হল লাব্যুয়ের হাসপাতালে| তারা জ্বরে আক্রান্ত| ভয়াবহ স্প্যানিশ ফ্লু| | চিকিৎসাও নেই| ফ্লু ভ্যাকসিন তখনো বেরোয় নি| হাসপাতালের একদিকে আইসোলেট করে দেওয়া হল তাদের, সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা চললো| কিন্তু সবরকম সাবধানতা সত্ত্বেও সংক্রমণ আটকানো গেল না| উইনিফ্রেড আর ইভা পড়লো জ্বরে| বাঁচানো গেল না| মহামারীর বলি দুই সাহসিকা| সংক্রমণের ভয়ে প্লাস্টিকের ব্যাগে ভরে দেহ পাঠিয়ে দেওয়া হল কোন অজানা জায়গায়|
লাব্যুয়ের শহরের যুদ্ধকালীন চিকিৎসাকেন্দ্রের সবাই সেদিন চোখের জলে ভেসে বিদায় দিয়েছিল উইনিফ্রেড আর ইভাকে|
যুদ্ধ শেষ হলেও সারা ব্রাউনদের কাজ শেষ হয়নি| রক্তাক্ত, আহতদের চিকিৎসা, সেবা দিয়ে সুস্থ করে তুলছিল তারা| যুদ্ধোত্তর ফ্রান্স, ইংল্যান্ড অন্তত একশজন আমেরিকান মেয়েকে সম্মান দিয়েছিল| সারাও ছিল তাদের মধ্যে| আমেরিকা তখনো চুপচাপ| যে সব মেয়েরা ভালো স্যান্ডউইচ বানাচ্ছে, তাদের নিয়ে কোনো অসুবিধে নেই| যত গন্ডগোল ওই সাফরেজিস্টগুলোকে নিয়ে! মেয়েদের অধিকার চায় - হুঁহ!
আমেরিকান ওম্যান সাফরেজিস্টদের লড়াইটা ছড়িয়ে গিয়েছিল বিশ্বযুদ্ধ ছাড়িয়ে আরো অনেক অনেক গভীরে| মেয়েদের সমান অধিকার, ভোট দেওয়ার অধিকার, দেশের শাসনব্যবস্থায় অংশ নেওয়া - দাঁতে দাঁত চেপে লড়তে হয়েছে প্রত্যেকটির জন্যে|
সারা ফিরলো দুবছর বাদে| উনিশশো কুড়ি সালে| ততদিনে কনস্টিটিউশনের নাইন্টিন্থ অ্যামেন্ডমেন্ট সর্বসম্মতিক্রমে আমেরিকান মেয়েদের ভোট দেওয়ার অধিকার দিয়ে দিয়েছে| এক পা এগোনো গেল| এখনো অনেক পথ বাকি| কিন্তু এটুকুই বা কম কিসে?
রবার্ট মার্টিন কথা রেখেছিল, অপেক্ষা করেছিল সারার জন্যে| নিঃশর্ত, প্রত্যাশাহীন অপেক্ষা|
ফেরার পর দুজনে ঘর বেঁধেছিল, সুখের ঘর|
অনেকক্ষণ একটানা বলে ক্যাথি থেমেছিল|
পুত্র সেই সুযোগে জিজ্ঞেস করে, "ডক্টর সারা মার্টিন কি..."
ক্যাথি মার্টিন কথা শেষ করতে দেয় নি, "হ্যাঁ, আমারই প্রপিতামহী|"
দুজনেরই চোখ তখন চিকচিক করছে - ভালোবাসায়, শ্রদ্ধায়|
0 Comments.