Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র আবদুল লতিফ জনি (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র আবদুল লতিফ জনি (নির্বাচিত কবিতা) নিরাশার দোলাচল যে দিকে তাকাই শুধুই হায় হায়, হতাশার তানে বাজে নিরাশার সুর;- সময় বহিয়া যায়, কোথাও খুঁজে না পায় , সমাধান দিতে পারে সেই বহুদুর।। দুলোক ভুলোক জুড়ে, গগন, মহাকাশ ফুঁড়ে , চলিতেছে নিয়তির নির্মম খেলা;- এ কোন বসতি,নিষ্ঠুর রীতিনীতি, মজিয়া পাগল মত্ত বিনাশী মেলা।। চারিদিকে হাহাকার, নেই কারো অধিকার ,প্রকৃতির বিচারে;- যেমন কর্ম তেমনি ফল, ভাবিয়া হই বিফল, পাপের ‘ধরায়’ চলে শুদ্ধাচারে।। শাসনের পিন্জরে ,পাষান হৃদয় কাঁপে ,ভয়ে থর থর,;- বিধির বিধানে চলা, যদি থাকে ছলা কলা, নিমিষে ভাঙ্গিয়া পড়িবে যত সুখ ঘর।। যত পারো ততো ধরো ,সময়ের হিসাব করো, গড়িতে সুখের নীড় পরবাসে ;- ক্ষমা চাও বারে বারে, আল্লাহর দরবারে, মাপ করে রাখো মোরে সুখনিবাসে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register