Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে টকে প্রাপ্তি সেনগুপ্ত

maro news
ক্যাফে টকে প্রাপ্তি সেনগুপ্ত
কফির টেস্ট এমনিই তেতো হয়... আমার যদিও সেই বিটারনেস বেশ পছন্দ!!! দুধ, চিনি ছাড়া ব্ল্যাক হলে আরোও পছন্দ...
যাই হোক, সেটা আপাতভাবে অপ্রাসঙ্গিক, তবে যেটা প্রাসঙ্গিক সেটা বলি, আমার পছন্দের ব্ল্যাক কফির মতো তেতো হলেও বলি... সাহিত্য Cafe টেকটাচটকের অবিচ্ছেদ্য অঙ্গ, আমি সম্পাদনা করলেও বা আগামী দিনে আমি সম্পাদনা না করলেও... আমি লাইভে এসে ক্লেম না করলেও সাহিত্য Cafe টেকটাচটকেরই থাকবে!!! গত একবছর ধরে যত্নে লালন করা হয়েছে যাকে, তার নামটা অন্য কোথাও ব্যবহার করলেই সেটা অন্যের দাবি মতো আসলে তার হয়ে যায় না!!! সাহিত্য Cafe নিয়ে বহুবার বহু বিতর্ক হয়েছে, আপাতত আমি এই পারটিকুলার সেগমেন্টটি গত ছমাস ধরে শনিবার সম্পাদনা করছি, এটা কোনো ডিসক্লেইমার নোট নয়... এটা ঘোষণা!!!
বাকি আপনি বা আপনারা পাঠক এবং লেখকরা সবাই বুদ্ধিমান এবং বিবেচক... তাই এর চেয়ে বিশদে ব্যাখ্যা নিতান্তই অপ্রয়োজনীয়!!!
শুধু শেষে একটাই কথা... যতই শেক্সপিয়ার বলুন what's in name!!! কিন্তু যে নামের সাথে প্যাশন আর ডেডিকেশন জড়িয়ে, সে নাম অন্য কেউ মাঝে মাঝে নিজের বলে দাবি করলে বলতেই হয়... "You won't make yourself a name if you follow the rules History gets made when you're acting a fool So don't hold it back and just run it Show what you got and just own it..."
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register