Thu 18 September 2025
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় দেবদাস মৈত্র

maro news
সাতে পাঁচে কবিতায় দেবদাস মৈত্র

প্রতিদিন – প্রতিরাতে

প্রতিদিন – প্রতিরাতে কুরে কুরে খায় এক প্রতিবিম্ব জল-ছবিতে, স্বপ্নের ছবিতে হৃদয়ের ছবিতে সর্বত্রই ধরা দেয় সে তারই প্রতিবিম্বে প্রতিদিন – প্রতিরাতে ।
প্রতিদিন – প্রতিরাতে গল্প করতে করতে চলে চলার পথে মেট্রোয় কিংবা ডালহৌসিতে কখনো আকৃষ্টকরা হাসিতে আবার কখনো মৃদু সম্মতিতে প্রতিদিন – প্রতিরাতে ।
প্রতিদিন – প্রতিরাতে চিত্র-কথায় আনে সংঘর্ষ অভিমানের সুর বেজে ওঠে তার প্রতিবিম্বে তাসের ঘর ভাঙতে ভাঙতে স্বপ্নিল মন আঘাতে আঘাতে জীবন নিয়ে ফিরে আসে প্রতিদিন – প্রতিরাতে ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register