- 29
- 0
কঙ্কালেশ্বরী মূর্তিটির বয়স আজ পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। তিন ফুট চওড়া ও পাঁচ ফুট লম্বা একটি বড় কালো রঙের ব্যাসাল্ট পাথরের ওপরে খোদিত মূর্তিটি আজও গবেষণার দাবী রাখে। ঐতিহাসিকদের মতে, এই ধরণের মূর্তি, আর্য্য পূর্ব যুগে নির্মিত হত। মূর্তিটিতে মানুষের কঙ্কাল, স্নায়ুতন্ত্র ইত্যাদি পরিষ্কার ভাবে খোদিত। পুরাতত্ত্ববিদদের মতে, এই মূর্তি বৌদ্ধ বা পাল যুগের। দু হাজার বছরেরও বেশি প্রাচীন। মানব দেহের প্রতিটি শিরা উপশিরা খোদাই করা রয়েছে দেবীমূর্তিতে। দেবীর পদতলে মহাকাল শিব। দেবীর আটটি হাত। ডানদিকে চারটি হাতে তরোয়ার, ডুমরু, শুলদণ্ড ও পানপাত্র। বাঁদিকে চারটি হাতে মধ্যে তিনটি হাতে আছে যথাক্রমে অস্ত্র, ঘন্টা ও মুণ্ড। এবং অন্য একটি হাতের কড়ি আঙ্গুলটি তিনি দাঁতে কামড়ে রেখেছেন। দেবীর মাথার ওপরে একটি হাতি, গলায় নরমুণ্ডের বিশাল মালা, দেবীর পায়ের দুদিকে দুটি ছোট ছোট মূর্তি। ডানদিকে একটি বিবস্ত নারীমূর্তি। বাঁদিকে একটি পুরুষমূর্তি। যার কাঁধে আছে একটি মরদেহ। অসামান্য এই মূর্তিটি ঠিক যেন একটা কঙ্কাল। বর্ধমানের আঞ্চলিক ইতিহাসবিদ সুধীর চন্দ্র দাঁ তার বর্ধমান শহরের ইতিবৃত্ত গ্রন্থে লিখেছেন- “ মূর্তিটি প্রাগার্যযুগের অনার্য দেবীসম্ভুত যক্ষিণী মূর্তি। এখানেই বহু যুগ হতে পূজিতা হতেন। অনার্য বোড়ো, ডোম, কিরাত ও শবর প্রমুখ জাতি গোষ্ঠী তাদের মৃত দেহ কবরস্থ না করে একটি নির্দিষ্ট স্থানে জড়ো করে রাখত। সেই মৃতদেহের কংকালের পাশেই এই মূর্তি তন্ত্র সাধনায় মদ্য, মাংস সহযোগে পুজা পেতেন”। পরবর্তীকালে বিন্দাবন দাস এই চিত্র তুলে ধরেছেন-
“বাশুলি পূজায় কেহ নানা উপচারে।
মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পুজ করে”।
এই অস্থিময় স্থানকে বলা হত অস্থিগ্রাম বা অস্থিক গ্রাম এবং মূর্তিও তাই কঙ্কালেশ্বরী। এই অস্থিমগ্রামেই খ্রীঃপূঃ ছয়শত বৎসরে এসেছিলেন চব্বিশতম জৈন তীর্থঙ্কর মহাবীর বর্ধমান। যে স্থানটি অস্থিক গ্রাম হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা হল বাঁকা নদীর তীরবর্তী মহন্তস্থল থেকে উত্তরে বল্লুকাতীরে বাহির সর্বমঙ্গলা এলাকা পর্যন্ত বিস্তৃত অঞ্চল বা গ্রাম। মূর্তিটি কালো মাইকাসিল্ট পাথরের উপর কুঁদে তৈরি করা অষ্টভুজা চামুণ্ডা মূর্তি। মূর্তির বৈশিষ্ট্য হল- দেহের কঙ্কাল, ধমনি, শিরা, উপশিরা, স্নায়ু অসামান্য দক্ষতার খোদাই করা। শিল্পীর শরীর বিজ্ঞানে প্রগাঢ় জ্ঞান বিস্মিত করে।বর্ধমানের বিশিষ্ট্য চিকিৎসক ডঃ তন্ময় দত্ত রায়ের কথায়- “নারীদেহের যে অগণিত শিরা উপশিরা তাকে বাঁচিয়ে রাখে এবং ভয়ঙ্কর উত্তেজনাকালে তাকে শৌর্যশালিনী করে তোলে, এই মূর্তিতে তাই প্রত্যক্ষ হয়েছে। মানবদেহ সম্পর্কে গভীর ও সতর্ক পর্যবেক্ষণ না থাকলে এমন মূর্তি নির্মাণ করা যায় না”।কাল পাথরের ওপর খোদিত এই অসামান্য মূর্তিটি এদেশের একটি শ্রেষ্ঠ ভাস্কর্য শিল্প।মন্দির দক্ষিণমুখী এবং তারই সামনে নাট মন্দির। মন্দিরের পশ্চিমে একটি বেলগাছ এবং তার তলায় একটি কাল পথরের শিবলিঙ্গ। এটি একটি নবরন্ত মন্দির এবং এই নবরত্ন মন্দিরেই দেবী অধিষ্ঠতা আছেন। মন্দিরের উপরে একটি ছোট পাথরে খোদিত আছে “শ্রীশ্রী সর্ব্ববিদ্যা মন্দির” উত্তম আশ্রম।সংস্কারের ফলে মন্দিরের প্রাচীন রূপ এখন অনেকটাই পরিবর্তিত।তবুও এখনও মন্দিরের টেরাকোটার কারুকাজও দেখার মতো। মন্দিরগাত্রে পরতে পরতে রয়েছে পোড়ামটির মূর্তি। মন্দিরের নির্ম্মাণকাল দশম থেকে একাদশ শতাব্দীর। দেবীর নিত্যপুজো হয়। প্রতি অমাবস্যায় আগে ছাগ বলি হতো তবে এখন শুধুই পুজো হয়। বার্যিক কালীপুজোয় ধুমধাম করে পুজো হয়। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন দেবীর দর্শন লাভের জন্য।
0 Comments.