Thu 18 September 2025
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

maro news
সাতে পাঁচে কবিতায় রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

সমাজের সামনের সারিতে দাঁড়িয়ে যারা সমগ্র জাতির জন্য লড়াই করেছে কোভিডের বিরুদ্ধে স্বাধীনতার প্রাক্কালে সেইসব মানুষদের জানাই কুর্ণিশ

স্তম্ভ

বিসমিল্লার সানাই-এ প্রথম স্বাধীনতার সূর্যটা যেদিন ভোরের আগল ছিঁড়ে কুচকাওয়াজে বের হয়েছিল, সেইদিন থেকে একদল মানুষ চকমকি হাতে রাতের অন্ধকারেও আলো জ্বালিয়ে বেড়াতো ৷
উঠোনের গনগনে আগুনে স্বপ্নগুলোকে সেঁকে নিয়ে, কাদম্বিনী প্রতিদিন সাদা এফ্রনটা পরে নেয় ৷ প্রতিদিন তাঁর হাতের ছুরকাঁচির টুংটাং শব্দে নতুন প্রাণ হেসে ওঠে ৷ হাসপাতালের করিডোর থেকে কতবার যমরাজকে বিদায় দিয়েছে সে ৷ ওর শরীরের তেজকে আমি মাঝে মাঝে ভারতমাতার শরীরে মিশে যেতে দেখেছি ৷
নেতাজির মূর্তির সামনে দাঁড়িয়ে বিজয় রোজ রোদে পুরে অঙ্গার হয়ে যায়, ওর অন্তঃসত্ত্বা স্ত্রী আজ একটা হসপিটালে মৃত্যুর সঙ্গে পান্ঞ্জা লড়ছে একা ৷ অথচ তখনও সে মানুষটা শহরের অলিতে গলিতে সুরক্ষা নিশ্চিত করেছে ৷ অপরাধীকে সংহার করছে ভীমের মত আর মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে তাঁর সন্তান যেন হয় নেতাজীর মত, বিনয় বাদল বা প্রীতিলতার মত ৷
প্রতিদিন কত নোংরা আবর্জনা কুড়িয়ে বস্তায় বাঁধে হরিয়ারা ৷ প্রতিদিন কত কষ্ট, কত অপমান বুকে লুকিয়ে ওরা আমাদের ভাগে বেড়ে দেয় নির্মল অনিন্দ্য জীবন ৷ অথচ অন্ধকার মেখে পরে আছে ওঁর সদ্যোজাত শিশুটা ৷ খিদের জ্বালায় তার উপোসী ঠোঁট দুটোয় ক্ষতবিক্ষত ভারতবর্ষের পুঁজ রক্ত জমে আছে ৷
কাদম্বিনী , বিজয়, হরিয়ারা এক একটা স্তম্ভ ৷ যে স্তম্ভগুলোর ওপর ভর করে ভারতবর্ষ এগিয়ে চলেছে ৷ আর আমরা ওদের পেছনে কুচকাওয়াজ করে এগিয়ে চলেছি ৷ সভ্যতার অলিগলি পেরিয়ে আকাশগঙ্গার বুকে সেই শ্রেষ্ঠ আসনের দিকে ৷ আকাশে বাতাসে এখন বিসমিল্লার সানাইয়ে বেজে চলেছে সুর " সার যাহাসে আচ্ছা হিন্দুস্তা হামার........
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register