পৃথিবীর এক হয়েছে কঠিন রোগ, এই রোগটার নামটা হল দূষণ;
এটার থেকে পার পায়নি কেউই, ব্রহ্মা, বিষ্ণু কিংবা ফণীভূষণ।
নতুন বললে হবেই বলা ভুল, রোগটা ধরায় আগে থেকেই আছে,
কালের সাথে কমেনি একটুও, দিনে দিনে শুধুই বেড়ে গেছে।
তাই বলছি আর দিওনা বাড়তে, সবাই মিলে এস দূষণ কমাই;
আবর্জনা যদি ওঠায় মাথা, থাকতে ভালো এস তাকেও দমাই।
0 Comments.