ভালোবাসা বড়ই জটিল অঙ্ক!
অনেকটা খাঁচায় বন্দি পাখির মতো-
মাঝে মাঝে ওই মুক্ত আকাশে
তোমার সাথে উড়ে যেতে চাইলেও
খাঁচা তাকে গ্রাস করতে আসে...
কোথায় আমি হারাই?
অশ্রু আমার দুয়ারে আয়!
আমি তোকে আপন করতে রাজি-
তবে একটাই শর্ত-
দুচোখ দিয়ে ঝরে পরার আগে
আমার ভালোবাসাকে তুই রেহাই দিস।
তাকে শান্তি দেওয়ার মারাত্মক উন্মাদনা
আমায় গ্রাস করেছে যে- কি করি বল?
0 Comments.