Thu 18 September 2025
Cluster Coding Blog

প্রবন্ধে রতন বসাক

maro news
প্রবন্ধে রতন বসাক

সৃষ্টির বার্তা আগে থেকেই অনুভব করা যায় 

এই জগতের সৃষ্টি আছে বলেই ধ্বংস হয়, ধ্বংস হয় বলেই নতুন করে আবার সৃষ্টি হয় । এক অলিখিত নিয়ম যুগ যুগ ধরে হয়ে চলেছে । কোন কিছু সৃষ্টি হওয়ার আগে থেকে তার একটা পূর্বাভাস আমরা আশেপাশে দেখতে পাই । প্রকৃতপক্ষে আমি কিংবা আপনি এই জগতে কিছুই সৃষ্টি করতে পারি না । তবে আমরা খুব সহজেই ধ্বংস করতে পারি সব কিছু ।
আমরা অনেকেই দাবী করি যে, আমি এটা সৃষ্টি করেছি । আসলে সেটা হলো আমরা রূপের পরিবর্তন করেছি মাত্র । আমাদের কারোরই সৃষ্টি করার ক্ষমতা নেই কিংবা ভগবান দেননি । সৃষ্টি একমাত্র পরম শক্তিমান ঈশ্বরই করতে পারেন । তার ইচ্ছাতেই এই ধরাতে সব কিছুর সৃষ্টি হয় । তাঁর সৃষ্টির আভাস অর্থাৎ বার্তা আমরা আগে থেকে পেতে শুরু করে দিই ।
যেমন পৃথিবীতে যখন আবহাওয়ার পরিবর্তন শুরু হয়, শীতের পর গরম, গরমের পরে বৃষ্টি । প্রত্যেকটা ঋতুর পরিবর্তনের আগেই তাঁর সৃষ্টির বার্তা আমরা পেয়ে থাকি । আবার যখন একজন সন্তান এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয় । তার আসার ঠিক আগে থেকেই আমরা সে যে আসবে তার সৃষ্টির বার্তা তার মায়ের শরীরে দেখতে পাই । একটা বিশাল মহীরুহ সৃষ্টি হওয়ার বার্তা একটা ছোট্ট বীজের মধ্যে আমরা দেখতে পাই আগে থেকেই ।
ধ্বংস যেমন আমাদের কষ্ট ও বেদনা অনুভব করায় । ঠিক তেমন সৃষ্টি আমাদের মনে আনন্দের সঞ্চার করে । সৃষ্টি অর্থাৎ নতুন কিছু উদ্ভাবন । কিছু হারাতে যেমন আমাদের কষ্ট হয় । ঠিক তেমনি কিছু পেতেও আমাদের আনন্দ লাগে । আমাদের মনে যখন খুশির সৃষ্টি হয়, ঠিক তার আগেই আমরা একটা বার্তা পেয়ে যাই ; যে আমরা খুশি পেতে চলেছি । তাই কোন কিছু সৃষ্টির বার্তা আগে থেকেই বোঝা ও অনুভব করা যায় ।
ভালো কিছু সৃষ্টি হওয়ার বার্তা আমাদের সুখানুভূতির অনুভব আগের থেকে করায় । আবার খারাপ কিছু সৃষ্টি যেমন শারিরীক রোগ, ঝড়, অত্যাধিক বৃষ্টি, খরা বন্যা, ইত্যাদির সৃষ্টির বার্তা আমাদের দুখানুভূতির অনুভব করায় । তবে ভালো কিংবা মন্দ যাই হোক না কেন, তার সৃষ্টির বার্তা আমরা পাই আগে থেকে । এটা বাস্তব সত্যি যে একদিকে যেমন সৃষ্টি হতে থাকে, অপরদিকে আবার ধ্বংসও হতে থাকে । সবের বার্তা আমরা সকলেই পেয়ে থাকি । কেউ অনুসরণ করি আবার কেউ অনুসরণ করি না আমরা ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register