আমার শহরে আজ কোন কলরব নেই
নেই হৈ হুল্লোর রঙতামাশা
আছে কেবল এক রাশ নিস্তব্ধতা ।
মাটির ভাড়ে চায়ে চুমুক দিতে দিতে
আড্ডা বাজি আজ আর চোখে পড়ে না ।
ফুটপাতে দাঁড়িয়ে আনমনা হয়ে
সিগারেটের ধোঁয়া ওড়ানো নেই ।
ও দাদা, দেখে রাস্তা পার হতে পারো না..
বলা, অটো ওয়ালাদের চিৎকার নেই ।
ধর্মতলা ধর্মতলা বলে চিৎকার করা
বাস কন্ডাক্টরদের টিকিট টিকিট কথাগুলো
জমে আছে কোন এক অজানা গলিতে ।
৬টা ৫এর বা ৭টা ২৯এর লোকাল গুলোর অপেক্ষায়
কেউ ভীড় করে না ১নং বা ৫নং প্ল্যাটফর্মে ।
0 Comments.