- 33
- 0
উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলের নাম কারোর অজানা নয়। গিরিশ ঘোষ , বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা , সারদা মায়ের বাড়ি খ্যাত সেই বাগবাজার। সেখানকার কাঁটাপুকুর অঞ্চলে এলেই চোখে পড়বে ‘বিশ্বকোষলেন’। গোটা ভারতের প্রথম গ্রন্থ এনসাইক্লোপিডিয়া। তার নামেই আস্ত একটা রাস্তা! কিন্তু এতো বই থাকতে এই নাম কেন? এর সাথে ইতিহাস জড়িত। ওই রাস্তাতেই অবস্থিত নগেন্দ্রনাথ বসু’র বাড়ি। তিনি কে ? তাঁর সাথে বিশ্বকোষ নামটি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে।
১৮৬৬সালে নগেন্দ্রনাথের জন্ম মাহেশে। সেখান থেকে বাগবাজারে চলে আসেন তাঁর পূর্বপুরুষরা। আমৃত্যু এই বাড়িতেই থেকেছেন নগেন্দ্রনাথ। ছোটো থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী হলেও মূলত প্রখ্যাত ঐতিহাসিক হিসেবেই তাঁর আত্মপ্রকাশ ঘটে। একটা সময় এশিয়াটিক সোসাইটির সদস্যও ছিলেন, সংগ্রহে ছিল অসংখ্য পুঁথি, পাণ্ডুলিপি।
0 Comments.