Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র রুমি রহমান (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র রুমি রহমান (নির্বাচিত কবিতা)

একটি অমিয়পত্র

অমিয়, ধরো যদি হঠাৎ চলে যাই, কেউ জানবেনা ! অচ্ছুৎ ভেবে কেউ ছোঁবেনা আমাকে ! নামমাত্র কিছু ওষুধ, কৃত্রিম শ্বাসযন্ত্রের কাতর গোঙ্গানি, কেউ শুনবেনা। কণ্ঠনালী ফেটে চৌচির হবে, প্রচণ্ড শ্বাসকষ্টে আমার নীলঠোঁট ভেজাবেনা কেউ একচিমটি জলে ! ততোক্ষণে সফেদ হেসে মৃত্যু এসে দাঁড়াবে আমার সামনে ! আমি লাশ হবো, আমার হিমশীতল শরীর হয়তোবা অন্য কোন লাশের শরীর ঘেঁষে শুয়ে থাকবে কতক্ষণ কে জানে । আমার কপাল বেয়ে চোখের কোল ঘেঁষে দুগাছি চুল নীল ঠোঁট ছুঁয়ে পড়ে থাকবে কতো অবহেলায় ! বেঁচে থাকার চেষ্টায়, প্রাণান্তকর যুদ্ধে হেরে যাওয়া ক্লান্ত শ্রান্ত বিবশ মুখখানি আমার, বিধিনিষেধের দেয়ালের ওপাড়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখবে তুমি ! হয়তোবা তক্ষুনি মনে পরে যাবে, সাগর সৈকতে আমার হাত ধরে হেঁটে যেতে যেতে আমার মুখ থেকে চুল সরাতে সরাতে কতোবার বলেছো প্রকৃতি, কেন ঢেকে দাও চাঁদমুখ আমার তোমার অবাধ্য বাতাসে " ? অমিয় , অতঃপর, তোমার নীরব চোখের জল ভেজাবে বুকের জমিন, কষ্টের ঢেউ বুকের দুকূল ছাপিয়ে আছড়ে পড়বে বুকের অতল তলে ! কতো জল, সেথা কতো জল.. অথচ একচিমটি জলে ভেজেনি আমার তৃষিত নীল ঠোঁট !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register