দীর্ঘ গৃহবন্দিকালে থিতু হতে হতে আমি গাছ
স্বেচ্ছাচারী চুল তার ঝুরির বহর
শেকড়ের ব্রতকথা একজোড়া পায়ে
মননে রবীন্দ্রনাথ পাতা
শাক্যরাজপুত্র বুদ্ধ রোদ
ফলত আমি যা বলি বোধিসত্ত্বে সালোকসংশ্লেষ
ফলত আমি যা লিখি শ্বাসকষ্টে তা-ই অক্সিজেন
এই শ্বাসকষ্ট মননের
তা যদি না দূর হয়, যুদ্ধবাজ মানুষের বিনাশ আসন্ন
নব্যনামা মৃত্যুব্যাধি হানা দেবে করোনা না বশীভূত হতে
অতএব আমি যা আগাম বার্তা দিয়ে যাচ্ছি, শোনো
এই বার্তা হাতে আমি একাই এসেছি পৃথিবীতে
জীবনানন্দও ঠিক এইভাবে একা এসেছিল
বলেছিল, 'আমার মতন আর নাই কেউ'
শুনে যারা হেসেছিল, তারা আজ অতীতে ফসিল
জীবনানন্দের কাল অস্ত গেছে দিগন্তের ঢালে
আমি তার পরম্পরা 'নাই কেউ' এই সমকালে
0 Comments.