কখনো যদি নিজেকে খুঁজে পাই
যদি বা হারাই,
তবে তোমার চোখের
জল হতে চাই।
নাইবা দিলে তোমার বুকে
আমার কোনো ঠাঁই।
জল হয়েই না হয়
প্রবেশ করলাম
তোমার চোখে হবে তো
আমার জন্ম।
নিঃসঙ্গতা গভীর রাতের
সঙ্গী হবে ,
তোমার হৃদয় চেপে
অশ্রু বইবে ।
আমি জল হয়ে তোমার গালে
করবো বসবাস ,
অশ্রু হয়েই থাকতে চাই
বারোটি মাস ।
টলমল সিক্ত দুই নয়নে যখন
করবে আমায় স্মরণ ,
তোমার ঠোঁট দুটিতে অশ্রু হয়ে
মরবো সুখের মরণ ।
0 Comments.