অদিতি চার বছরের ছোট্ট মেয়ে।
খুব আদরে। অদিতির নিত্যনতুন বায়না আজ বিড়াল পুষবে, কাল বাঁদর পূষবে। ছোট পিসির কাছে অদিতির বায়না একটা বিড়াল চাই, ছোট পিসি বলল বিড়াল কেন?
চল আমরা সুন্দরবন গিয়ে একটা বাঘ ধরে আনি। তোমার কি মাথা খারাপ
হয়েছে?
বাঘ পুষবো! বাঘ মাংস খায়,
মানুষের মাংস । এত মানুষ কোথায় পাব? অদিতির ছোট্ট মাথায় বিশাল চিন্তা।
0 Comments.