মৃত্যু শব্দটি থেকে যেন কস্তুরির গন্ধ বেরোয়। জীবন কি তবে হরিণী। আচ্ছা বেশ তো, আমি না হয় বাঘ হয়ে ঘাপটি মেরে থাকবো প্রাণ বাতাসে। আগেই বলেছিলাম কবে যেন – একদিন বাঘ নামাবো আকাশে, ডানাওয়ালা বাঘ। সময়ের মেঘে বৃষ্টি হয়ে ঘাট পিছল। ওখানেই সব পা পিছলে পড়ে, আর মরে। বাঘ কিন্তু মরা পশু খায় না। পুণ্যিপুকুরে জল টলমল করতে থাকে।
0 Comments.