হাবু কাকার ছেলের বিয়ে
চল, সবাই দেখে গিয়ে
বিলেত ফেরত ছেলে তার
বংশের প্রদীপ মণিহার।
খাওয়াদাওয়া লেখাপড়ায়
আরও খরচ বাড়ি ভাড়ায়
সবগুলো নোট বুকে
কাকা রাখেন হিসেব টুকে
লক্ষ টাকা ছাড়িয়ে গেছে
মানুষ করতে ছেলের পিছে
কনের বাপকে জানান কাকা
ছেলের দাম যে লক্ষ টাকা
পনের টাকা কম পেলে
মিলবে না তো এমন ছেলে
কনের বাবা হেসে কহে
দেখুন, বাতাস মন্দা নহে
পণ কি আর দেব আধা
এ যে বিলেত ফেরত গাধা।
0 Comments.