Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র আবদুল লতিফ জনি (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র আবদুল লতিফ জনি (নির্বাচিত কবিতা)

অচিন পরবাসী

একে একে যাচ্ছে চলে অচিন পরপারে;- জমা, খরচ, হিসাব-নিকাশ রেখে আপন দ্বারে।। কেউবা গেলো ঘরের থেকে, কেউবা হাসপাতালে;- তাকিয়ে দেখে, কেউ ছিলোনা শেষ বিদায়ের কালে।। স্ত্রীর পাশে স্বামী মরে, ছেলে বাবার কোলে;- বাবার বেলায় সন্তানেরা, পালায় পথে ফেলে।। রুগ্ন ভাইকে রাস্তায় ফেলে বোন পালিয়ে বাঁচে;- বাবা-মায়ের সন্তানের কেউ ভিড়ে না কাছে।। এই জগতের আজব খেলা, মিছে মায়ার জালে;- পাষান হৃদয়, নিষ্ঠুরতা, দেখছে সবাই হালে।। কোথায় আজি মানবতা? পরিবারের বন্ধন;- জাতি, বর্ণ, ধর্ম ভেদে ছিন্ন কুলের মন।। দেশে দেশে নানান বেশে চলছে রং-এর মেলা;- বিধির বিধান পূর্ণ হবে সাঙ্গ হবে বেলা।। চন্দ্র, সুর্য , গ্রহ, তারা অসীম মহাকাশ;- এক নিমেষেই বিলিন হবে সকল অবকাশ।। পাহাড়, গিরি চুর্ন হবে, সাগর সমতল;- হিসাব করে দিতে হবে যার যে কর্ম ফল।। সবাই মিলে চাও যে ক্ষমা, আল্লাহর দরবারে;- মাপ করে দাও, সকল পাপ, থাকতে দাও দীদারে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register