Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

আজ অধিকার আদায়ের স্বপ্নমাখা দিন

আজ সফেদ পোষাকে কালো কোট আর কালো চশমার আড়ালে বিষন্ন এক কিংবদন্তির সাতকোটি জনতাকে স্বপ্নপূরণের অঙ্গীকারের দিন৷ আজ শকুনের হাত থেকে সবুজ প্রান্তরে আমার অর্ধালঙ্গ, রক্তাক্ত মাতৃভূমিকে সবুজ-লাল শাড়িতে আবৃত করার দিন৷ আজ একটি তেজদীপ্ত তর্জনী অজস্র মুষ্ঠিবদ্ধ হাতকে আকাশ ছোঁয়ার দিন৷ আজ স্বাধীনতার সূচনার দিন৷ আজ ৭ মার্চ একটি তর্জনী পদার্থ বিজ্ঞানের সমস্ত সূত্রকে মিথ্যা প্রমাণিত করে সমস্ত গ্রারাভিটিকে উপেক্ষা করে এই ভূগোলকে নতুন এক মানচিত্র রচনার দিন৷ আজ আমার প্রিয় মাতৃভূমির- আমার মায়ের অধিকার আদায়ের স্বপ্নমাখা দিন৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register