- 29
- 0
বছর দুয়েকের জন্য যখন রুখা সুখা এই পশ্চিমী শহরে স্থানান্তরিত হতে হলো, পরিজনরা হা হা করে উঠেছিল। আহারে! মেয়েটা একা অতদূরে, সাথে আবার ছোট ছেলে... কিন্তু আমি সাংঘাতিক ধুরন্ধর। সারাদিনে ঘন্টা কয়েকের রান্না, ব্যাস - কাজ শেষ। ছেলে স্কুলে পাঠশালায় থাকার সময় টা অনেকখানি। কাজেই আমার মাঠে-ময়দানে চড়ে বেড়ানোর সময়ও অনায়াসে হাতে এসে যায়। দূর দেশে প্রতিনিয়ত লৌকিকতার দায়ও থাকেনা। আর সাবেকী কাজকর্মের ভার আমি ঝুড়ি ভরে নামিয়ে রেখে এসেছিলাম। দুবছরে সেদিকে অন্ধ থাকবো এই প্রতিজ্ঞায়।
0 Comments.