Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র  আবদুল লতিফ জনি (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র  আবদুল লতিফ জনি (নির্বাচিত কবিতা)

লালমাই-এর দেশে

সৌরভ-গৌরব ‘কুমিল্লা’ নামটি ঘিরে;- গড়ে উঠা প্রাচীন নগর গোমতী নদীর তীরে।। একদা ছিল যাহা সমতট নাম তার;- ত্রিপুরাতে যোগ হলো অধীন মানিক্য রাজার।। বৌদ্ধ, জৈন, সনাতন, ‘ইসলাম,’ ধর্মের;- হাজারো সাল পুরানো শতকীর্তি কর্মের।। শাহ সুজার ত্রিপুরা জয়, শমসের গাজীর রণে;- কুমিল্লা জেলার নামটি হলো ১৯৬০ সনে।। টমছম ব্রীজ, ঠাকুর পাড়া, পুরানো কারাগারে;- কবি নজরুলের প্রেমকাহিনী ঘুরছে হৃদয় দ্বারে।। শীতল ভান্ডার, মাতৃভান্ডার,মিষ্টি রসের খ্যাতি;- মোঘলটুলী ‘শাহ সুজার ‘অমর কাজের স্মৃতি’।। মেঘনা, গোমতী, ডাকাতিয়া কিংবা ধর্মসাগরের জলে;- শমসের গাজীর শত-দীঘিতে শাপলা-শালুক ফলে।। নওয়াব ফয়জুন্নেসার ‘নবাব বাড়ী’ ডাকাতিয়ার কুলে;- প্রজাহিতৈষী অভিযোগের ঘন্টা, ফটকে থাকিতো যে ঝুলে।। “ময়নামতি “সেনানিবাসে - বিশ্বগোরস্তান;- শিখ, জৈন, হিন্দু, এ্যাংলো, জাপানি আর মুসলমান।। গাছের ছায়ায় চির শান্তিতে সবাই যে ঘুমিয়ে আছে; মা আর বাবা কিংবা স্বজন, কোথায়ও কি তারা আছে?।। লালমাই পাহাড়ে ‘শালবন বিহার’ করিতেছে আলো দান;- চৌদ্দগ্রাম-এর ‘কাজী বাড়ী’ আর ‘জগন্নাথ দীঘি’র মান।। ‘বেঙ্গল রেজিমেন্ট’-এর প্রতিষ্ঠাতা, মেজর গনির নাম;- পাক-ভারতে করলো উঁচু বাংলা-মাটির দাম।। চাঁদপুরে ‘চাঁদের বুড়ী’করছে লুকোচুরি; নদীর তটে জেলের নৌকায় ইলিশ মাছের ঝুড়ি।। ব্রাহ্মণপাড়ার মাঠে করে নানা ফসলের চাষ;- শীত, হেমন্ত, গ্রীষ্ম, বর্ষা বিকায় বারো মাস।। ব্রাহ্মণবাড়ীয়ার ব্রাহ্মণ ছুটে কসবা শশ্মান ঘাটে;- দাউদকান্দির ফসল বিকায় বুড়িচং-এর হাটে।। মেঘনা নদীর খর স্রোতে চলে জলযান;- মিহি-সুতার খাদি কাপড় করছে মহিয়ান।। কুমিল্লাতে খাবার হোটেল বড্ড রুচিকর;- সারি-সারি দালান কোঠায় জ্বলছে বাতিঘর।। বিদ্যা-শিক্ষায় জ্ঞান গরিমা, সবি তাদের আছে;- ধনী-গরীব এক পাড়াতেই থাকে সবাই কাছে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register