Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতামূলে রতন বসাক

maro news
গুচ্ছকবিতামূলে রতন বসাক

১। তুলে ধরো

অনেক কষ্টে মানুষ হয়ে লিখেছিলে কথা, গ্রামে গঞ্জে ঘুরতে থেকে বুঝে সবার ব্যথা ।
ভয় না পেয়ে সাহস করে এগিয়ে যাও তুমি, প্রতিবাদটা করার জন্যই শক্ত করো ভূমি ।
লেখনীতে তুলে ধরো দুঃখ কষ্টের ছবি, সবাই জানে বিশ্বের তুমি বিদ্রোহী এক কবি,
তোমার লেখা কবিতা সব ভালোবেসে পড়ি, মনের থেকে আজও আমরা শ্রদ্ধা সম্মান করি ।

২। সবার জন্য

নীল গগনের চাঁদটা দেখে রোজার হবে শেষ, মিলেমিশে থাকবে সবাই সবার আগে দেশ ।
ঈদের কারণ খুশি মানায় মুসলিম ধর্মের লোক, সবার সঙ্গে মিলবে হেসে ভিন্ন জাতের হোক ।
এমন দিনে মনের থেকে সবার মিলন হয়, ভালোবেসে কাছে যাবে হিংসা দ্বন্দ্ব নয় ।
এই সমাজে ধনী গরীব সবার জন্যই ঈদ, মজা করো মনটা খুলে কে'ন রাখো জিদ ?
বাইরে যাওয়া মানা আছে বন্ধ রাখো ঘর, নিয়ম ক'রে ধর্ম মানলেই প্রভু দেবেন বর ।

৩। জানান

বানানগুলো লিখতে গেলেই কুঁচকে থাকে ভুরু, কোনটা সঠিক কোনটা বেঠিক বলে দিন না গুরু ?
বিয়ে বাড়ির গল্প লিখতে আসে নাতো মাথায় ! বর না বড় কোনটা লিখব এখন আমি খাতায় ?
সত্যি বলি অনেক লিখেও শিখি নিতো বানান, ব এর পাশে কোনটা লিখি সামনে এসে জানান ?
লিখেও আমি ভাবতে থাকি বানান সঠিক হলো ! আমার লেখা বানানগুলো পড়ে কেউ তো বলো ?
ন, ণ - স, শ, ষ - র, ড়, ঢ় কোনটা কোথা লাগে ? ভাল করে বানান শিখেই লিখব আমি আগে ।

৪। কি যে করি

গিন্নি ডেকে বলে আমায় চলো বাপের বাড়ি, তাড়াতাড়ি বাইরে গিয়েই নিয়ে এসো গাড়ি ।
আমি বললাম কেন ওগো বাপের বড়ি যাবে ? বাবা ফোনে বললো এখন জামাই ষষ্ঠী খাবে ।
লক ডাউনে গাড়ি কোথায় যেতে হবে হেঁটে, অাসতে একটু দেরীই হবে বলে দিও নেটে ।
হাঁটার ফলেই খিদে যাবে অনেকটা যে বেড়ে, সকাল সকাল ছাতা নিয়ে চলো বাড়ি ছেড়ে ।
গিন্নি বললো একটু দাঁড়াও বাউটিগুলো পড়ি, টাকা পয়সা নেইতো হাতে কি যে আমি করি ?

৫। পিঠে খাবই

যতো ঠান্ডা ততই ভালো কেন বলছি আমি ? খেতে পারবো ঘরে বসে পিঠেগুলো নামি ।
শীতের সময় পৌষ পার্বনে পিঠের উৎসব হবে, পিঠে তৈরী করার জন্যই ব্যস্ত সবাই রবে ।
চালের বাটা দিয়ে তৈরী কত রকম পিঠে, নলেন গুড়ের সঙ্গে মিলে বড়ই খেতে মিঠে ।
ভাপা পিঠে, গোকুল পিঠে আছে পুলি ভাজা, গরমা গরম পিঠে খেলেই মনটা হবে তাজা ।
দুধে ভেজা, পাটি সাপ্টা আছে রসের বড়া, সত্যি বলছি দেখেছি সব খাটনি পড়ে করা ।
যতই খাটনি পরুক তবু পিঠে আমি খাবই, যতই ঠান্ডা চলুক বাইরে উপকরণ আনবই ।
সকাল থেকে তৈরী করে ঘরের মা বোন মিলে, বসে থাকি কখন খাবো সবটা পায়েস গিলে ।
আরো বেশি ভালো লাগে বাসি পিঠে খেতে, সকালবেলা বাইরে বসে রোদে আসন পেতে ।

৬। মানতে হয়

খারাপ খবর পেলে পরেই মনটা ভরে দুখে, ভালো খবর আসলে পরে হাসি ফোটে মুখে ।
ভালো মন্দ যেটাই আসুক মানতে হবে তাকে, জীবনচক্রে আগে থেকেই সবই লেখা থাকে ।
আজকে হয়তো পাবো আমি একটা খবর ভালো, সেই কথাটা ভাবতে থেকেই জ্বলছে মনে আলো ।
মনটা দেখে অনেক স্বপ্ন ভালো খবর পেলে, পড়ে থাকা জীবনটাতে বাঁচার শক্তি মেলে ।
সকাল থেকেই বারে-বারে দেখছি আমি ঘড়ি, সময় যেন কাটছেনা আর কি যে এখন করি ?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register