Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতামূলে রতন বসাক

maro news
গুচ্ছকবিতামূলে রতন বসাক

১।  ভেবে দেখো

চলছিল বেশ ভালোই আমার হঠাৎ করে কি যে হলো ! সব হারালাম এক নিমেষে ।
কোন কিছু বোঝার আগেই পরলাম আমি বদনামিতে, এখন কি যে করি ?
ভেবে-ভেবে হচ্ছি দিশেহারা মনের কষ্ট কারে বলি ? দোষটা কি, ছিল আমার ?
আমার মতো সবাই করে হয় না তাদের কোন দোষ । আমার বেলায় এমন কেন হলো !
বদনাম হলে একবার কোথাও ভীষণ কঠিন সুনাম পেতে; যতই করো কোন কিছু ।
কোথাও সুনামের সাথে চলতে হলে দেখছি এখন সবাই করে, পারিনি যেটা আমি ।
আমার মতো আমি থাকি সত্যটাকে সোজা মনে বলে ফেলি, এটাই আমার দোষ ।
কারো বদনাম করা খুবই সহজ সুনাম পাওয়া ভীষণ দুর্লভ, তাইতো একটু ভেবে দেখো ।

২। সঠিক বিচার

সাধুগুলোর হত্যা দেখে চোখে আসে জল, কারণ ছাড়া গুজব শুনে মারলো যখন দল ।
পুলিশ ছিল সামনে ওদের পালায় ছেড়ে সব, লাঠি দিয়ে মারতে মারতে করতে থাকে রব ।
এতই নিষ্ঠুর মানুষগুলো দয়া মায়া নাই, চোখে মুখে শুধুই ছিল ক্রোধে ভরা ছাঁই ।
কোথায় গেল মানুষ্যত্ব কি ভয়ঙ্কর রূপ, শাস্তি ওদের দিতে হবে যতই বলুক চুপ ।
এমন করে চলতে থাকলে সমাজ হবে ক্ষয়, সঠিক বিচার করতে হবে কারো ভয়ে নয় ।

৩। মনের টানে

ঈদের জন্য করছি সবাই হাটে কেনাকাটি, সকাল থেকে খুশি মানাই হয় না যেন মাটি ।
সবার মুখে খুশীর ঝিলিক পবিত্র রমজানে, বছর ঘুরে আবার পাচ্ছি আনন্দ ওই প্রাণে ।
নমাজ পড়বো ঘরে এবার বাইরে যাওয়া মানা, লক ডাউনে বাইরে গেলে রোগটা হবেই জানা ।
গরীব দুখী যারাই আসুক করবো কিছু যে দান, ঈদের দিনে হৃদয় থেকেই তাদের দেবো ঐ মান ।
ধর্ম মানো নিজের মতো উৎসব হলো সবার, হিংসা ভুলে মনটা থেকে গলায় লাগো এবার ।

৪। আসল বন্ধু

প্রতি বছর আসছে ধেয়ে এক-এক নামে ঝড়, আপন মনে তান্ডব করে ভাঙছে বাড়ি ঘর ।
কিছু মানুষ নিজের স্বার্থে বৃক্ষ কেটে নেয়, লোভের বশে কম দামেতে বেচে তারা দেয় ।
ধরার খেয়াল রাখে নাতো ধ্বংসে ওদের মন, সেই কারণেই কষ্ট ভোগে দেশের বাকি জন ।
বৃক্ষ মোদের আসল বন্ধু ওদের জানা নাই, অন্যায় ভাবে কেটে নিলে বাধা দেবে তাই ।
কত ভাল আছে দেখো চেয়ে সুন্দর বন, ধরার সবুজ বড় বৃক্ষই হলো আসল ধন ।

৫। যদি ফেরো

কত আশা মনে বেঁধে তারে কাছে আনি দিনগুলো কেটে যাবে দেখে মুখ খানি । জীবনের খেলাঘরে রবো সুখে দুখে তাই ভেবে একে একে স্বপ্ন গড়ি বুকে ।
কি যে হল জানি নাতো একদিন বলে তোমায় এখন আমি ছেড়ে যাব চলে । ভেবে পাইনিতো মানে শুনে তার কথা শুধুই পেলাম যত বুক ভরা ব্যথা ।
ভালবেসে কাছে ডেকে বোঝালাম তারে সে কি ভালবাসে এত চাও তুমি যারে ? পারবে কি দিতে তার সব কিছু তুলে বাঁচতে পারো কি তুমি সেথা মোরে ভুলে ?
কোন কথা না বলেই চলে সে তো গেল এখন শুধুই দুঃখে অশ্রু জল ফেল ! কত ভেবে কত স্বপ্ন দেখে ঘর গড়ি তাঁরে বিনা একা বসে ভেবে আমি মরি ।
তবু যদি কোন দিন ফেরো ভুল বুঝে হেথা রয়ে যাব আমি নিও এসে খুঁজে । মেনে নেব সব কিছু ভালবাসি তাই তুমি ছাড়া ভবে অার দামী কিছু নাই ।

৬। নামটা আগে

দানের থেকে নামটা আগে প্রচার চাইছে তাঁরা, গরীব দুখীর দুঃখ দেখেই দিচ্ছে এখন যারা ।
আমার জমা করা টেক্সে ত্রাণ সামগ্রী দেবে, দেবার সময় সবাই মিলে সেলফি তুলে নেবে ।
পাবে একজন দেবে দশজন হাসি মুখটা করে, একটু পরেই ওদের থেকেই সবাই যাবে সরে ।
বাকিরা সব সেলফি দেখেই দৌড়ে আসে পেতে, ত্রাণের কিছু পেয়ে আজকে যদি পারে খেতে ।
চুরি করে পকেট ভরছে দেখায় শুধু ছবি, সেই সব দেখে মন কষ্টে লিখে ফেলেন কবি ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register