Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতামূলে রতন বসাক

maro news
গুচ্ছকবিতামূলে রতন বসাক

১। জীবন পথে নারী

জন্ম নিয়েই প্রথম দেখি মায়ের খুশি মুখ, সময় মতো যখন তখন পেলাম কত সুখ ।
বড় হতেই পেলাম আমি একটা মিষ্টি বোন, খেলার সাথী পেয়ে তাকে ভরলো পুরো মন ।
পত্নী রূপে পেলাম আমি এমন একটা ধন, যার সেবাতে ঘরে এখন সুখেই কাটে ক্ষণ ।
আমার ইচ্ছে পূরণ করতে প্রভু দিলো বর, কন্যা সন্তান দিয়ে আমার আলো করে ঘর ।
জীবন পথে নারীর মতো দামী কিছুই নাই, ওরা সবাই ভালো থাকুক এটাই আমি চাই ।

২।এমন নেতা

যখন কিছু ঘটে থাকে সমাজের এই বুকে, প্রতিবাদে মুখর হয়ে বলে মানুষ মুখে ।
ক'দিন ধরে করবে মানুষ প্রতিবাদের মেলা, কিছু মানুষ দূরের থেকে দেখবে শুধু খেলা ।
ধীরে ধীরে সবই যখন ব্যস্ত হবে কাজে, কিছু মানুষ বলবে হেসে ওসব ছিল বাজে ।
প্রতিবাদে হয় না কিছুই যতই আগে যাবে, সবাই যখন ভুলে যাবে বদনাম তুমি পাবে ।
যাদের হাতে শক্তি আছে নিরব থাকে তারা, মজা দেখে প্রতিবাদের করতে পারে যারা ।
ভোটের আগে বলবে হেসে এসে তোমার ঘরে, পাবে নাতো দেখা তাদের ভোটে জেতার পরে ।
ভাবতে হবে নতুন করে, শক্তি দেবার আগে, এমন মানুষ করবে নেতা সবার কাজে লাগে ।
নেতার কথায় হতে পারে অনেক কিছু ভালো, মানব সেবায় মনটা যদি রাখেন তিনি আলো ।

৩। মনের দ্বন্দ্ব

বাড়ি ছেড়ে নিজের জেদে সবার কথা ফেলে, টাকা পয়সা আয়ের জন্য শহর গেলো ছেলে ।
শহর এলো গাঁয়ের ছেলে অনেক আশা নিয়ে, বহু লোকের ভীড়ের মাঝে ফাঁসলো সেথা গিয়ে ।
মন লাগে না কোন কাজে গাঁয়ের কথা ভাবে, সকাল সন্ধ্যা ভাবতে থাকে ঘরে ফিরে যাবে ।
ফিরে গিয়ে শহর থেকে ভাবটা দেখায় এমন, গাঁয়ের ছেলে হয়ে গেছে শহরবাসী যেমন ।
আগের থেকে পাল্টে গেছে গেঁয়ো ছেলের চলন, গাঁয়ের মানুষ শুনেই হাসে শহর বাবুর বলন ।
ভাবতে থাকে নিজের মনে এ কি আমার হলো ! কোথায় থাকি শহর না গাঁও কেউ তো এখন বলো ?

৪। পাখি

ভোরের থেকে গগন জুড়ে উড়ছে পাখির দল, সবুজ কচি ঘাসের ডগায় শিশির ভেজা জল ।
সকালবেলা কূজন শুনে ভাঙে রাতের ঘুম, বনের মধ্যে চলতে থাকে পাখি নাচের ধুম ।
উড়ে বসে এডাল ওডাল যেদিক মনে চায়, আবার কভু ডানা মেলে ভেসে চলে যায় ।
কিচিরমিচির করতে থাকে সূর্য ওঠার পর, পাখির খেলা দেখার জন্য বসে থাকি ঘর ।
চঁড়ুই টিয়া দোয়েল ময়না উড়ে আসে কাক, নানান সুরে হরেক শব্দে শুনতে থাকি ডাক ।
সময় কাটে ওদের দেখে সকাল থেকে রোজ, কেউ ভেবোনা ধরার জন্য ওরা কোনো বোঝ ।

৫। অপেক্ষায়

মাঝে মধ্যেই মনটা ভাবে যখন একা থাকি, ইচ্ছেগুলো আজও কত রয়ে গেছে বাকি ।
অনেক স্বপ্ন হলো নাতো আমার পূর্ণ করা, এই জীবনে হয়তো বুঝি থেকে যাবে খরা !
মনের খাঁচা শূণ্য করে মন পাখি যায় দূরে, ভাবি বসে তখন থেকে আসবে সে কি ঘুরে ?
নতুন দেশে মনের সুখে উড়বে বাঁধা খুলে, এমন কিছু পেয়ে পাখি যাবে নাতো ভুলে ?
তার অপেক্ষা করে আমি থাকব দু'চোখ মেলে, মনটা আমার ভরবে সুখে আবার কাছে পেলে ।

৬। জলের মূল্য

পৃথিবীতে আছে তিন ভাগ জল আর মাত্র এক ভাগ হলো স্থল । যদিও সব জল ব্যবহার যোগ্য নয় সামান্য জল খাবারের জন্যই হয় ।
সেই জল অকারণে যদি করো নষ্ট একদিন পেতেই হবে সবাইকে কষ্ট । জল ছাড়া বাঁচবে না কারো জীবন জলের অভাবেই সবার হবে মরণ ।
অর্থের দম্ভে কেউ জল করে অপচয় মনে রেখো সবাই এটা কিন্তু ঠিক নয় । একদিন এই জল পাবে না দিয়ে অর্থ যতই খরচা কর না কেন সব হবে ব্যর্থ ।
জল পেতে কেউ লম্বা লাইনে দাঁড়ায় কেউবা জল দিয়ে গাড়ি ধুয়ে ভাসায় । কেউ-কেউ বোঝেনা জলের কোন মানে তারা শুধু বোঝে অভাব আছে যেখানে ।
জল কেউ যেন করোনা নষ্ট অকারণে অপচয় করব না, কথাটি রেখো মনে । তবুও কেউ যদি জল করে থাকে নষ্ট বোঝাও তাকে জলের মূল্যটা স্পষ্ট ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register