Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতামূলে রতন বসাক

maro news
গুচ্ছকবিতামূলে রতন বসাক

১। ওদের বাঁচাও

বিশ্ব জুড়ে খারাপ সময় সবাই ঘরে আজ, লক ডাউনে বন্ধ থাকায় নেইতো কোন কাজ ।
কোথায় তারা খাদ্য পাবে রান্না করতে চাল, কিছু মানুষ সুযোগ নিয়ে হয়ে যাচ্ছে লাল ।
করছে চুরি সরকারি সব ত্রাণে আসা ফল, গরীব মানুষ কর্ম হীনা কেমনে বাঁচে বল ?
ওহে ভ্রষ্ট মানুষ গুলো তোরা একটু শোন, ওরাই যদি মরে এখন তোদের দেবে কোন ?
একা একলা যায় না বাঁচা সমাজটাতে ভাই, সবার ভালোর জন্য এখন ওদের বাঁচাও তাই ।

২। অবাক লাগে

কেমন দেশে আছি আমরা ভেবে অবাক লাগে ! আইন গুলো গরীব লোকের পিছেই শুধু ভাগে ।
নিয়ম নীতি যতো আছে দুর্বল মানুষ মানবে, ক্ষমতাবান মানুষ গুলো শুধু তারা জানবে ।
দেশেে সবাই যখন ঘরে বন্দী হয়ে আছে, সোসাল ডিস্টেন্স গৃহবন্দী তুচ্ছ তাদের কাছে ।
এমন দিনেও বিয়ের ঘটা পারে তারা করতে, কেমন করে পেলো হাতে আইন ভঙ্গ করতে ?
ঘুরতে পারেন গাড়ি নিয়ে নিজের কিংবা ভাড়া, অনুমতি দিলেন যারা কেমন মানুষ তারা !
ভাইরাস চেইন ভাঙতে ঘরে থাকতে হবে জানে, ক্ষমতাবান মানুষ গুলো কোথায় তারা মানে ?

৩। আবেদন

ধীরে ধীরে বেড়ে যাচ্ছে মৃত্যু মিছিল ভবে, এত বলার পরেও তবু বাইরে কেনো তবে ?
চেইন যদি ভাঙতে পারি তাতেই বাঁচা যাবে, ভাইরাস রোগে মৃত্যু হতে মানুষ রক্ষা পাবে ।
অার করিস না ভুলটা এখন বাইরে গিয়ে তোরা, লক ডাউনে আপাতত বন্ধ থাকুক ঘোরা ।
ঘরেই একটু মানিয়ে নে সবার ভালোর জন্য, সব ঠিক হয়ে গেলে পরে আমরা হবো ধন্য ।
সোসাল ডিসটেন্স রেখে সদা মিলবো সবাই আগে, সুস্থ থাকবো জীবন পথে রোগ যেন না লাগে ।
আবার বলি ঘরেই থাকিস এই ক'টা দিন ধরে, ভাইরাস গুলো চলে গেলে বাইরে ঘুরিস পরে ।

৪। তৈরি থাকো

ক'দিন ভবে রইবো বেঁচে বলা ভীষণ দায়, সুযোগ পেয়েই ব্যবসায়ী দাম বাড়িয়ে যায় ।
এক এক করে বেড়ে যাচ্ছে রুগীর সংখ্যা বেশ, কেউ জানি না এমন দশার কোথায় হবে শেষ !
লক ডাউনে কাটছে সময় নেই তো কোনো অায়, খাদ্য দ্রব্য কিনতে গিয়ে হচ্ছে অনেক ব্যয় ।
ঘরে থাকায় কোনো কিছুর উৎপাদন যে নাই, আগামীতে কোথায় পাবো ভাবছি অামি তাই ?
অর্থ দিয়ে কিনতে গেলে যতই আমি চাই, জিনিস পত্র না আসাতে বলবে তাঁরা নাই ।
কোনো কিছু পাবো না তো যতই করি রব, আরো কঠিন সময় আসছে তৈরি থাকো সব ।

৫। ভাইরাস নয় খিদে

ঘরের মধ্যে চিন্তা করছে জগৎ জুড়ে মানুষ মরছে ভাইরাস ভয়টা নয়, দূরে থাকলে বাড়ি ছেড়ে খিদের চোটে যাবো হেরে এটাই আসল ভয় ।
বাড়ি ছেড়ে পেটের দায়ে অন্য রাজ্যে খেটে গায়ে করছিল সব কাজ, এমন দশা হলো এবার ভয় ধরেছে মনে সবার ফিরে যাচ্ছে আজ ।
কোনো গাড়ি পায় নি যারা হেঁটে হেঁটেই চলছে তাঁরা সবার কালো মুখ, চলতে চলতে যদি হারে মনের জোরে তবু বাড়ে যতই হোক না দুখ ।
ভাষণ দিয়ে বলছে মুখে গরিব মানুষ থাকবে সুখে ভুলে যাচ্ছে দায়, স্বার্থ লোভী মানুষ কিছু ধরে আছে অর্থের পিছু আরো বেশি চায় ।
দেশের সরকার যতই করুক চায় না কোনো গরিব মরুক যতই সেবা দিক, আসল সত্যি এটাই হলো গরিব যারা পায় কি বলো হিসাব তাঁরা নিক ?

৬। মূল্য বোঝো

বিপদ হলেই যারা আসে সবার থেকে আগে, ভয়ের চোটে কিছু মানুষ তাদের দেখে ভাগে ।
ডাক্তার নার্সরা করে সেবা মৃত্যু ঝুঁকি নিয়ে, পায় না তাঁরা ঢুকতে ঘরে পুরো ভাড়া দিয়ে ।
পুলিশ সাফাই কর্মী সবাই করছে সেবা যতো, ডিউটি শেষে নিজে আরাম পাচ্ছে না তো ততো ।
কিছু মানুষ দেখছি আমি স্বার্থ বোঝে ভালো, যাদের জন্য ভালো আছি তাদের বলে কালো ।
নিজে ভালো থাকার জন্য কেনো এমন করো, সময় থাকতে ওদের দেখে শ্রদ্ধা সম্মান করো ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register