Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র আবদুল লতিফ জনি (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র আবদুল লতিফ জনি (নির্বাচিত কবিতা)

গর্বিত জাতি

দেশটা মোদের সোনা ভরা, মানুষ দয়াবান; হাজার বছর করলো শাসন- মুঘল আর আফগান। কামার, কুমার, জেলে, তাঁতীর ছোট্ট কুঁড়ে ঘর; স্বর্গ সুখে থাকতো সবাই সারাটি বছর। পুকুর ভরা মাছ ছিল, গোলা ভরা ধান; ফসল ভরা মাঠেই ছিল কৃষক ভাইয়ের প্রাণ। খাল-নদীর ভরা জলে মাঝি-মাল্লার গানে; জারি, সারি, ভাটিয়ালী বাজতো মধুর তানে। দুষ্টু ছেলে, দস্যি মেয়ে খেলতো নানান খেলা, আম কুড়াতে, জাম কুড়াতে ছুটতো সারাবেলা। পূজা, পার্বণ, ঈদের মেলায় কাটতো সুখের দিন, মধুর স্মৃতির ক্ষণগুলো সেই- আজো অমলিন। কুমার বিকায় মাটির কলস, নানান থালা-বাটি, কামার বিকায় খুন্তি, কুড়াল, বর্শা আর চাপাতি। জেলে নৌকায় জাল নিয়ে যায়- নদীর বাঁকে বাঁকে, শাড়ি, লুঙ্গি, গামছা বুনে তাঁতীর জীবন থাকে। তাঁতের কাপড়- জামদানী আর মসলিনের সুনাম, রাজ ললনার অঙ্গে শোভায় বাড়লো শাড়ির দাম। পর্তুগিজ আর ব্রিটিশ জাতি আসলো বণিক বেশে, সুখের আলো বিলীন হলো- আশাও গেলো শেষে। ধনে-ধান্যে, হীরা-মতির পূর্ণ মহাদেশ,- লুটে নিলো সোনা-দানা, শূন্য মাথার কেশ! ভাইয়ে-ভাইয়ে বাঁধলো বিরোধ, ছিন্ন জাতির মন, দু’শ বছর পরেই পেলাম স্বাধীনতার ক্ষণ, ধন ফুরালো, মান ফুরালো বর্গী গেলো ফিরে, এখনো যে শংকা জাগে জীবন নদীর তীরে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register