Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র সাজেদা আলী হেলেন (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র সাজেদা আলী হেলেন (নির্বাচিত কবিতা)

আচম্বিত অন্ধকার

আচম্বিত বিদঘুটে অন্ধকারে , কালো শামিয়ানায় ঢেকে গেছে পৃথিবী! স্তব্ধ জনপদ, মাঠ-ঘাট নদী-জল অরণ্য শোকে বিহ্বল। পাখিরা চেনা পথ হারিয়ে দিশাহারা, কাছাকাছি তবুও যোজন যোজন দূরত্ব হাতড়ে খুঁজে নিজের মুখ নিজেই খুব বেশি প্রয়োজন একটি আয়না, নিজেকে শনাক্ত করতে হবে। যমদূত খুঁজে ফিরছে আত্মা, হেচকা টানে নিবে ছিনিয়ে — কেউ কাউকে চিনে না! কেউ কারো নয়! খিরকি বন্ধ! জানালা বন্ধ ! সুরঙ্গ পথ খুঁজছে! মসজিদ, মন্দির, গির্জা খা খা শূন্যতা । সময় থমকে গেছে। বিষন্নতায় ঘড়ির কাঁটা অপেক্ষার প্রহর গুণছে । যারা জ্ঞান ছড়াতো মহাকাশে উড়ার যারা মাথা ঘামাতো পরমাণু অস্ত্র কিংবা ভাইরাস ছড়ানোর, অলৌকিক ছোঁয়ায় অনির্দিষ্ট সময়ের জন্য ঘুমের জগতে তাঁরা ! পঙ্গপাল মহাউৎসব বসায় ফসলের ক্ষেতে , ইঁদুর, পোকামাকড়ের দখলে রাজদরবার ! হতাশার সময় দীর্ঘ হয়— ক্ষুধার্ত মানুষ নিজের হাত, পা আঙ্গুল চিবায় । অন্ধকার আরো গাঢ় হয় — আরো গাঢ় "
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register