Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র বীথি রহমান (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র বীথি রহমান (নির্বাচিত কবিতা)

তোমাকে নয়

কবিতাকে ভালোবেসেছি-তোমাকে নয় দ্বিধাগ্রস্ত শব্দের কোমল গাঁথুনি বুকের বুননে সশব্দে ঝড় তোলে মেদহীন নিতম্বের মতো ঢেউ ওঠে, জটিল আঁধারে। শব্দ-প্রেমিকা উন্মুখ নয় সুপুরুষ কামনায় পোয়াতি বাতাসে শকুনের মতো ডানা মেলে কদম চোখ স্তনাগ্রে বরষার ভেজা ঘ্রাণ নিয়ে, রাত জাগে বর্ণের প্রেমে। কবিতাকে ভালোবেসেছি-  তোমাকে নয় বিকেলের সোনা রোদ মিলিয়েছে ঘ্রাণহীন এক ফালি চাঁদে ভাসে বেদনার রঙ হিজল রাতে তাই ঢেউ ওঠে মাংসের নদীতে, যৌবনা শব্দের।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register