Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র রুমানা আখতার (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র রুমানা আখতার (নির্বাচিত কবিতা)

চাতক প্রেম

প্রতিদিনই ভাবি , হয়েছে অনেক আর না , আর দেবোনা আমি তোমায় - আমার মনটা নিয়ে এমন খেলার সুযোগ । কিন্তু হয়না , কিছুতেই পারিনা , জানো ! যখনই আমার নামটি ধরে তুমি ডাকো - অমনি আমি পোষা পায়রাটির মত করে যেন উড়ে এসে বসি তোমার হাতের পরে । কাঁচভাঙা আহ্লাদে যেন চুড় চুড় হই প্রেমতাপে আমি মোমের মতই গলে যাই । আর আমার প্রিয় সেই তুমি ! ছোট্ট শিশুর মতই খেল আমায় নিয়ে তারপর খেলাশেষে ভারি অবহেলায় দাও ছুঁড়ে । একবারও ভুল করে ফিরে আর দেখনা ‘ভালবাসি’- কথাটি সহজ করে বলনা । চাতক তৃষায় তোমাপানে চেয়ে থাকা এ চোখে আর রাখোনা তোমার চোখ আদরে মেখে ! আজ শুধু একটি বার দেখ মনের চোখ মেলে একবার শুধু সহজিয়া স্বরে বল ভালবেসে - ভালবাসি তোমায়
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register