মেহেফিল -এ- শায়র জগলুল হায়দার (ছড়া)
হায়রে খিদা
ভাত হলে হোক নষ্ট পচা
হাভাতের এই দিন
তাই কুড়িয়ে কতো লোকে
মিটায় পেটের ঋণ।
চাল হয়েছে চুরি তবে
খিদা চুরি হয় না
এসিড পোড়ায় দিবানিশি
খিদার মানিক ময়না।
ভাত শুকিয়ে চাল করে তাই
চাল রেধে ফের ভাত!
হায়রে খিদা বুড়া দিদা
লাগায় তাতেই হাত।
0 Comments.