Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র গাজী সাইফুল (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র গাজী সাইফুল (নির্বাচিত কবিতা)

নীল নন্দনে তাহিয়ান

হৃদফুলের মায়াপারের আদিম অভিসারে-মস্তিষ্কের ক্যানভাসে প্রেয়সীর অস্তিত্ব; কতবার যে আদিম গুহায় শেওলা প্রাচীরে প্রতিচ্ছবি এঁকেছি- সরু অলিন্দের ঘাসফুলে চিকচিকে ঘামগুলো মৌনব্রতে বাঁচে-স্মৃতির জরায়ুতে জন্মে তাহিয়ান! ইথার তরঙ্গে কতবার বার্তা পাঠিয়েছি- হাই হিল, নীল পাঞ্জাবি কামিজ, লাল টিপ,শ্যাম্পু করা এলোচুল, ব্লু-স্কাই পারফিওমও অন্ধ নিমগ্নতা নিয়ে তোমায় খুঁজে, নীল নন্দনও তোমার আল-কদমের গন্ধ শুঁকে যায় চোখে-মুখে। গোধুলির লগ্নে আঁধার জমা জমাট অন্ধকার-ঘরের প্রাচীন আয়নায় নিজেকে খুঁজে বেড়াও এক অতীন্দ্রিয় নারীময়তায়, আয়নায় জমে আছে নারীর বিপরীতে নারী-অনুগুলো জমাট বেঁধে একজন তাহিয়ান! কি যে রহস্যময় এ নারীময়তা, পুরুষ জীবনের অপর নাম নারী-পুরুষ জীবনে সুখী হয়ে বেঁচে থাকতে গেলে একজন নারীর প্রয়োজন হয়। বিপরীত লিঙ্গের অ-সমকামী একজন মানব দেহ! মাঝে মাঝে বিশাল খোলা নীল আকাশের নীচে দাঁড়িয়ে নিজেকে মনে হয় এক ভীষন নি:সঙ্গ আদিম মানব! সেন্ট্রাল লাইব্রেরীর নীল নন্দনে ছায়াচক্রে সকালের টুকরো ভোর তোমার মুখা-অবয়বে; আবারও আদিম গুহার শেওলা প্রাচীরে তোমার অবয়বের হাজার কিসিমের প্রুফ রিডিং- তুমি এত সুন্দর কেন তাহিয়ান?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register