মেহেফিল -এ- শায়র ফারুক নওয়াজ (নির্বাচিত কবিতা)
স্বপ্নে দেখি মাকে
কালকে রাতে স্বপ্নে দেখি মাকে...
মা দাঁড়িয়ে আমার গ্রামের কুমার নদের বাঁকে।
গোলাপ মাঝির খেয়ায় চড়ে মা নেমেছে ঘাটে;
দৌড়ে গেলাম উল্টাপাল্টা বোতাম এঁটে শার্টে।
আগের মতোই মিষ্টি হেসে মা বলল, খোকা
কবে যে তোর বুদ্ধি হবে... রইলি আজো বোকা!
এই বলে মা শার্টের বোতাম লাগিয়ে দিতে দিতে
বলল, এমন কুর্তা পরে ক্যামনে আছিস শীতে!
মায়ের দিকে তাকিয়ে বলি হেসে...
শীত কোথা মা--? কেবল এলো অগ্রহায়ণ দেশে!
গায়ে-মাথায় হাত বুলিয়ে মা বলল, ইশ
মুখটা কেন শুকনো শুনি... নাস্তা করেছিস?
কপাল আমার... আমিও নেই, দেখারো কেউ নেই
ঠিক মতো না খেয়ে বাছার হাল হয়েছে এই!
মায়ের কথায় হাসতে হাসতে চোখটি আসে বুঁজে
যেই খুলেছি চোখটি হঠাৎ পাই না মাকে খুঁজে।
খুঁজতে খুঁজতে ঘুম ভেঙে যায়, ঘর ভরা রোদ্দুর
শুনতে পেলাম দোয়েল পাখির মিষ্টি মধুর সুর!
0 Comments.