Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র মানস চক্রবর্ত্তী 

maro news
মেহেফিল -এ- শায়র মানস চক্রবর্ত্তী 

রাজকন্যের গল্প 

কোন সকালে ঘুম ভেঙেছে
বেলা গড়িয়ে দুপুর গেছে
এখন বিকাল , এখন রোদ
এখন হলুদ , এখন শোক |
এক রমণী হাজার ছবি
কোনটা মিঠে , কোনটা তিতে
বুঝতে গিয়ে ভুল হয়ে যায় ;
দিনগুলো কি মিথ্যে ছিল ?
ঘুম পাড়ানি ছড়া ছিল ?
তবুও আমি ঘুমাইনি
গল্প শেষে জানতে হবে
রাজকন্যের হলো কী ?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register