Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র জবা ভট্টাচার্য 

maro news
মেহেফিল -এ- শায়র জবা ভট্টাচার্য 

অন্য বসন্ত 

এই যে এলোমেলো বেঁচে আছি--
বিষাক্ত ছোবলে নীল অর্ন্তগত কেউ,
তবু যেন লাবণ্য হারায় না বেঁচে থাকা।
চৈত্রের রোদ যতোই বিস্কোরণের মন্ত্র দিক কানে
আদর থেকে যায় বোতামের ঘরে
সুতোর গভীরে, --- তারপরেও
স্পর্শ মেঘ বাঁচে--আরাবল্লী থেকে অলকায়
যেতে গিয়ে ভিক্ষে দিয়ে  যায়   দীর্ঘশ্বাস ,
যা দীর্ঘ হয়ে ঋদ্ধ হয়,আমারই বসন্ত চৌকাঠে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register