মেহেফিল -এ- শায়র সুদীপ গুপ্ত
কথাবার্তা
শীত করে কেন
তোমাকে বলেছি অনেক বার
টাকা ওড়ে , ধর্ম বাড়ে
রক্ত মাংস হাড়ে
স্যাটায়ার
নেই বলতে নেই
খুলে ফেলি প্যাকেট
অন্তর্ঘাত হলে উৎসব মাটি
সমস্ত সন্দেহের তীর প্রতিষ্ঠান বিরোধী
রাষ্ট্র জানে দশটা -পাঁচটার জীবনে মেদ কমবে না কোনদিন
মেফিস্টোফিলিস
সব হিসেব মিলবে না
তুমি ও জানো , আমিও জানি
আমাদের অঙ্ক আলাদা আলাদা
তুমি বাঁক খুঁজতে গিয়ে ডুবে গেছো পাকে
আড়াল থেকে তুলে রাখছি শোক
আমি ভাঙছি দুমড়ে মুচড়ে
তুমি ইডিয়েট
আমাকে এত শূন্য দিলে
মুখ
তক্কে তক্কে আছি
ধরবই কোনদিন
সমস্ত খুনসুটি ন্যাকামিআরপ্যানপানানি
মানুষ শেখে আর ভোলে
ধরো ধরো
ফিরিয়ে দিয়ো না
তোমাকে কাল রাতে দেখেছি তুঙ্গ ভদ্রার তীরে
চিরদিন
মানুষ সাঁতারায় , হাতড়ায়
বেঁচে থাকে কতদিন
স্মৃতি খুঁড়ে তুলে আনে লাশ
শুধু দুদন্ড বিশ্রাম দেয়
নবদার চায়ের দোকান
অনুভব
সমস্ত অজ্ঞাত শোক মেখেছে পালক
প্রেমিক মাতাল হলে
প্রেমিকারা ভর করে আদর ডানায়
আশাকরি
হেরে গেছো
রেখে গেছো দাগ
সম্ভোগে নিভে গেছে মোমবাতি
ভেঙ্গে গেছে
কবেকার একান্নবর্তী পরিবার
0 Comments.