Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র কাজী জুবেরী মোস্তাক

maro news
মেহেফিল -এ- শায়র কাজী জুবেরী মোস্তাক

ওদের বলে দিও 

ওরা জানেইনা যে আমার মৃত্যু নেই ; ওদের বলে দাও ; ওদের লাঠির আঘাতে আমি ইতিহাস হবো ।
ওরা জানেইনা আমার শক্তির উৎস ; ওদের বলে দাও ; ওদের প্রতিটি আঘাতে যে আমি শক্তি পাই ।
ওরা জানেইনা আমিও আগ্নেয়গিরি ; ওদের বলে দাও ; একবার জ্বলে উঠলে ওরা ধ্বংস হয়ে যাবে ।
ওরা জানেইনা আমি যে বেঁচে আছি ; ওদের বলে দাও ; প্রতিটি নব প্রজন্ম মাঝে আমি বেঁচে থাকি ।
ওরা জানেইনা আমার কি পরিচয় ; ওদের বলে দাও ; প্রতিটি নির্যাতিত মানুষই আমার আত্মীয় ।
ওরা জানেইনা আমার দেশ নেই ; ওদের বলে দাও ; শান্তি ও বিজয়ের পতাকায় আমি থাকবো ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register