Thu 18 September 2025
Cluster Coding Blog

বিজয়ের ৫০শে পা - তে অমল বিশ্বাস

maro news
বিজয়ের ৫০শে পা - তে অমল বিশ্বাস

সব বাঙালির স্বাধীনতা

'জয় বাংলা' আমার মায়ের মন্ত্র; তন্ত্রীতে তন্ত্রীতে মুক্ত আমার ভাষা, 'বঙ্গবন্ধু' আমার জাতির পিতা; মাতৃভূমি আমার ভালোবাসা।
কে আছো বাঙালি আজও পরাধীন হোক সে অন্য দেশ-ভিন্ন পরিবেশ; চিৎকার করে বলো--- মরেনি বঙ্গবন্ধু; নামেনি তর্জনী তাঁর অন্ধকার বিশ্ব থেকে, মরেনি সুভাষ বসু; থামেনি যুদ্ধ তাঁর বাঙালিকে নিস্ব রেখে।
জীবন্ত ক্ষুদিরাম, যোদ্ধা তিতুমীর এসো ওদের স্বপ্ন এঁকে রক্ত মেখে বলি--হে বিশ্ব নিরস্ত্র হও, যেখানে বাঙালি; যেখানে বাংলাভাষা উড়বেই উজ্জ্বল স্বাধীন পতাকা আজ কিংবা আগামীকাল।
'জয় স্বাধীনতা' মানব জাতীর মন্ত্র; যন্ত্রে-যন্ত্রে বাজুক জনতার গান, 'একজন নেতা' চাই শোষিত এ' বিশ্বের ত্রেতা; শোষকের স্বাধীনতা হোক অর্জন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register