Thu 18 September 2025
Cluster Coding Blog

বিজয়ের ৫০শে পা - তে দীপায়ন হোসেন

maro news
বিজয়ের ৫০শে পা - তে দীপায়ন হোসেন

জন্ম নিলো দেশ

১৬ ডিসেম্বর জন্ম নিলো দেশ আমি মুক্তিযোদ্ধা বলছি আমিই ছিলাম বাংলাদেশ সকাল- দুপুর- সন্ধ্যা কেটে যেত নির্বিবাদে মনে তখনো কারো ভালোবাসা জমেনি ঘুরে বেড়াতাম প্রজাপতির মত বারান্দায়, ছাদে বড় হওয়ার তীব্র বাসনা রতি বেদনায় কখনো কমেনি চারপাশে শোরগোল পড়ে যায়, মুহুর্মুহু গুলি দূর হতে ভেসে আসা ভয়ার্ত সাইরেন খটাখট বুটের হায়েনার মত শব্দ দিন তখনো ফুরোয়নি রাতের লেনদেন নিথর হয়ে দেখি মা- বাবা- ভাই- বোনের রক্তাক্ত লাশ বুলেটের গর্জনে কাঁপতে থাকা ঘরের জানালা, কবাট ছেঁচড়ে যাওয়া অচেতন শাড়ীর ফাঁস আর শরীরে ব্যথার জমাট সাতচল্লিশে ভাগ হয়ে গেলো দেশ জন্ম নিলো দুটো দেশ আমি মুক্তিযোদ্ধা বলছি আমিই ছিলাম বাংলাদেশ দিনগুলো বেশ ছিলো ছুটোছুটি গোল্রা খেলা সময়াবর্তে কত সময় গেছে বয়ে এইতো সেদিন পুতুলের সাথে পুতুলের বিয়ে চলছে যুদ্ধ, সময় গেছে থেমে সকালে চারপাশে মাতম শুরু হয় পশ্চিমের থেকে রাইফেলের আওয়াজে কেঁপে ওঠে বাতাস কিছু কুমিরের মত নিঃশব্দ পায়ের চলাচল পূর্বকোণে ঝুলে থাকে মৃত্যুর পূর্বাভাস আমি মৃত শিশুটিকে দেখি বেয়নেটে ক্ষতবিক্ষত বোনের স্তন কাঁপতে থাকার কায়া অবহেলায় নিক্ষিপ্ত শাড়ী আর অবিন্যস্ত ছায়া এরপর থেকে কতদিন হিসেবে গণ্ডগোল হয় কত সময় কেটে যায় অত্যাচারের গর্ভে চোখের জল ঝরে যায় মরে যাওয়ার শর্তে স্বপ্ন তবু বাঁচিয়ে রাখে সোনার বাংলাদেশ গড়তে ১৬ ডিসেম্বরে দেশ স্বাধীন হলো জন্ম নিলো লাল- সবুজ শিশু, কোমল দেশ বাংলাদেশ, বাংলাদেশ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register