Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আনোয়ার রশীদ সাগর

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আনোয়ার রশীদ সাগর

নদীর স্মৃতি

নদী কখনো মরে যায় না শুকিয়ে যায়, নদী কখনো স্মৃতির আড়াল হয় না, বুকের মধ্যে জেগে থাকে সাঁতার ও স্নানে। পিপাসিত আমি, নদীর জলের প্রত্যাশা- দিনে রাতে; অতল গহীনে দেখি স্রোতধারা নদী বয়ে চলে আঁধারও প্রাণে। বাঈজী খেলার জুয়াড়ি আমি স্মৃতির কিনারে শ্যাওলা ভুবন, বিরহী পরবাসী বারবণিতার চোখে স্বপ্নজল আষাঢ়-শ্রাবণে। নদীবুকে পাখা মেলে জলজ-জলে সাঁতার কাটি শাপলাবনে। নদী কখনো মরে যায় না জেগে থাকে গহীনে গহীনে স্মৃতি হয়ে পেখম মেলে খেলা করে প্রাণে-পরাণে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register