গতরাতে আবার মনীষা, স্বপ্নে দেখলাম।
স্লিম ও মসৃণতা ছুঁয়ে যায়
প্রজাপতির মতন চঞ্চল স্বাধীন
পুরুষরা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে
কারণ সে নম্র ছিল
তবে গ্রীক দেবীর মতন প্রচণ্ড প্রত্যয়ী, আত্মবিশ্বাসী।
তার গাল ছুঁয়ে চুল ঘুরিয়ে দিলাম
সুদৃশ্য চোখের অভিব্যক্তি আমি তো বুঝিনি
যখন সে আমার সামনে
দাঁড়াবে তখন একটু দীর্ঘশ্বাস ফেলব।
0 Comments.