- 3
- 0
যুগে যুগে যুগে মীরারা করেন জয়।
মীরারা শেষ হওয়ার নয়।
সেই সে ছিলেন মীরাবাই।
অমন শ্রী গিরিধারীর প্রেমী আর নাই।
আর এখনের মীরা - বিশ্বজয়ী।
ভারতের নাম জগতে হল রজতজয়ী।
নারী শক্তির স্থান হাই।
সদাই তো তাই
'জনগণমন' গাই।
মনে যে বড় সুখ পাই।
আগামীকালেও আরও মীরা কর্ম করবেন কত।
অতীত ও বর্তমানের মীরাদেরই মত।
ইতিহাস মনে রাখবে তত।
সুকীর্তি তাঁদের যত।
0 Comments.