Fri 19 September 2025
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় লাভলি মন্ডল

maro news
সাতে পাঁচে কবিতায় লাভলি মন্ডল

ভালো থাকিস

ভালোবাসি!! খুব ভালোবাসি আমি তাকে ! চোখে হারাই আমি বলেছি বহু বার খুব ভালোবাসি রে তোকে !! হয়তো তোর মতো কোরে ওতো সুন্দর ভাবে বোঝাতে পারবোনা কিন্তু হৃদয় জানে।। তোর সাথে হাত ধরে হেঁটে যাওয়া। সেই রাস্তা পার করার সময় শক্ত করে আমার হাত টা ধরা। মনে আছে!! সেই চা এর দোকানে বসে ঘন্টা র পর ঘন্টা আড্ডা দেওয়া এক সাথে বাস এ করে বাড়ি ফেরা।। তোকে ছাড়া! চেনা শহর আজ বড়ো অচেনা লাগে আজ ।।
তোর সেই জোড়িযে ধরা, খুব ভালোবাসিস কি না!!!! তাই বোধায়, সেই দু চোখ ভরা স্বপ্ন দু জনের, কতো আশা, আকাঙ্খা, ভালোলাগা, ভালোবাসা প্রান খুলে বাচা, মন ভোরে জীবন দেখে যাওয়ার আশা রয়ে ই গেলো রে ।।
আরো এক বার বলতে চেয়েছিলাম! ভালোবাসি , খুব ভালোবাসি রে ! কিন্তু তার আগে ই তুই বোলে দিলি ভালো থাকিস।।
ভালো তো আমি আজ ও বাসি রে! আর ও অনেক বাসবো হ্যাঁ আজ আর কেউ রাস্তা পার হবার সময় হাত টা ধরে না। কিন্তু বিশ্বাস কর জীবন টা থেমে গিয়ে ও চলছে.. রে! কখনো ভাবদে ই পারিনি জে তোর উপস্থিতি টা এতো টা ই ভয়ঙ্কর জে থাকলে, সুন্দর রূপকথা আর না থাকলে শূন্য পাতা হয়ে যাবে ।।
ভালো থাকিস বোলে চলে গেলি কই এক বার ও জিজ্ঞাসা করলী না তো ভালো আছি কি না!
আদে ও কি তোর মনে আছে আমায়? কখনো কি মনে করার চেষ্টা করেছিস ? নাকি এই শহরের ভীড়ে হারিয়ে ফেলেছিস হয়তো তুই আর জানতে চাস না তোর জীবনে এখন হয়তো অনেক বইয়ের পাতা খোলা শুধু আমার নামের বইটা এখন বন্ধ ।।
তোকে ই বা দোষ দিই কেনো আমি ও তো জানতে চাইনি রে কেমন আছিস তুই? না- না তোর ভয়ে না ভালোবাসি ভয় করলে হয় নাকি? হয়তো তোর ই ভালোবাসার ভয়ে , কিংবা তোর মনের টান এর ভয়ে, হয়তো বা আর ও এক বার তোকে প্রান ভরে দেখতে চাওয়ার ভয়ে, বা হয়তো না জেনেই তোকে আরো ভালোবাসতে চাও আর ভয়ে, জানি কোনো টা ই আজ আর সম্ভব নয়।
কিন্তু কি করি বল, সবাই পারে না রে, জেখানের টা সেখানে -ই -রেখে, জীবনে এগিয়ে যেতে, আমি ও ওই সবাই এর মধ্যেই এক জন, পারিনি ভুলতে, জানি পারবো ও না, আর, চেস্টা ও কখনো করবো না ।
ভুল কারোর ই ছিলো না, শুধু ঠিক টা কে ভুল চোখে দেখা সমাজ বুঝলোনা, জে ভালোবাসা নয় কোনো অপরাধ, জার হয়ে সে ডুবে যায়, জার হয়ে না সে ভেবে ই জায়, আর জার হয়ে ও হয়ে না, সে শুধু বেঁচে থাকে স্মৃতি আকড়ে,
বুঝেচি সেটা দুজনেই , শুধু বিশ্বাস করতে চাইনি দুজনেই,
তাই বোধায়, আজ দেখা হয়ে না আর দুজনার, জীবনে কতো মানুষ থাকতে ও, আজ বড়ো ই একা দুজনেই।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register