Fri 19 September 2025
Cluster Coding Blog

গদ্য বোলো না তে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

maro news
গদ্য বোলো না তে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

একটা নিক্ষেপন চায় এই মুহূর্তে জীবন

একটানা কাজ করে চললে কখনও কখনও একটু থামতে হয়৷ শীতলপাটি বিছিয়ে খানিক জল গড়িয়ে খেলে মন্দ না! বিশ্রাম প্রয়োজন হলে শরীর ইঙ্গিত দেয়৷ যেমন বৃষ্টির আগে আকাশে গাঢ় কালো মেঘ বেশ জাঁকিয়ে সংসার পাতে৷ ইঙ্গিত এমনি৷ আমরা তখন ছাতা নিয়ে বের হই৷ শরীরের উপসর্গগুলোও তেমনি কখনও কখনও নড়েচড়ে বসে৷ ইশারায় কান পাতলে, দক্ষিণের দ্বার খুলে যায়৷ তুমি জিতেও বা জেতে পার৷ মাত দিতে পার মোক্ষম চালে৷ আর যদি এড়িয়ে যাও সে ইঙ্গিত, নিজের মর্জিতে ভেসে চল বলাকার মত, অবাধ্যের মত অতিক্রম কর আরও দীর্ঘ পথ, তবে সে পথের শেষে কোন অনভিপ্রেত দৃশ্য অপেক্ষারত রয়েছে তোমার জন্য৷ হতে পারে৷ হতেই পারে৷
কাজ আর কাজের ফাঁকে ফাঁকে টুকটাক আড্ডা আড্ডা মরশুম, সে ভারি আলো আঁধারি খেলা৷ কিন্তু সে আড্ডায় আজ মনখারাপি সুর৷ একে অন্যের থেকে দূরে৷ যেন বিচ্ছিন্ন দ্বীপ৷ যেন পৃথক পৃথক বৃত্ত৷ সব মোড়ে মোড়ে জবুথুবু সময়ের এক একটা মূর্তি ৷ রাস্তার গলিতে উপগলিতে আড্ডা ঘরগুলোর ভেতর চেয়ার টেবিল, আয়না পাখা মলিন হয়ে এসেছে৷ পেয়ালার ঠুং ঠাং, পিরিচের দানী, চামচ কাটাচামের লড়াই, ঝিম ধরা মিউঝিক, সবেতে এখন বিরতির অতিদীর্ঘ শীতঘুমের ছোঁয়া লেগেছে৷ হিমসাগর গোলাপখাস পেয়ারাফুলি ফজলি আর কত কত আম যেন খদ্দেরহীন বাজারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে৷ এযেন এক নেই রাজ্যের আরব্যরজনী৷
জীবনে মাঝেমধ্যে অবসরটা যেন কেকের মধ্য ভ্যানিলা এসেন্সের মত৷ বেশি দিলে, কড়া উগ্র হয়ে যায় গন্ধ৷ তাই কাজের ফাঁকে অবসর বেশ জলভরা সন্দেশের মত৷ রসটা যখন জিভে পড়ে, সে চরম আহ্লাদ! কিন্তু সেই অবসরই যদি অখন্ড অপরিসীম হয়, তাহলে সেই স্বাদ বিস্বাদ হতে কতই বা সময় লাগবে ? পরিস্থিতি যখন ঘূর্ণাবর্তের মধ্য ত্রাহি ত্রাহি চিৎকার করছে, নিষ্কৃতির ঘরে রাহু, আমরা তখন দমবন্ধ জীবনে হাতরে বেড়াই অতীত স্মৃতির শরীর৷ একঘেয়ে ৷ জানলা দরজায় আঁটা আতঙ্কের শীলমোহর৷
তবু তো নদী বয়ে যাবে৷ ছোট নৌকা, ডিঙি নৌকা, পালতোলা বজরা, জাহাজ সব ভাসতে থাকবে বিপুল তরঙ্গে৷ দিশা চিনে অথবা দিশেহারা৷ জীবনে বহু আছাড় খেতে খেতে ক্ষত বিক্ষত হয়েছি আমরা, কালশিটের দাগগুলো হয়ত এখনও আছে৷ সময় সবচেয়ে বড় নির্ধারক৷ আর একটা আছাড়, আর একটা নিক্ষেপন চায় এই মুহূর্তে জীবন৷ তা হল, স্মৃতির অঘোর নাব্যতা থেকে কবে যে আছড়ে ফেলবে জীবনকে কর্মযজ্ঞের ব্যস্ত প্যাভিলিয়ানে, কেউ জানিনা! তবু সেই ঐশ্বরিক ক্ষণের অপেক্ষায় এখন আমরা সকলে দিন গুনছি৷ এও এক পরিহাস নয় কি ?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register