দেখা ও না দেখা নিয়ে দ্বন্দ্ব
দুর্য্যোধন বা ধৃতরাষ্ট্র কারোরই ছিলো না।
ধৃতরাষ্ট্র সন্জয়ের চোখে দেখতেন,
দুর্য্যোধন নিজের।
তবু, দুজনের মতামত একই ছিলো।
একজন পুত্রস্নেহে,আর একজন ভাতৃদ্বেষে একই রকম দেখতেন,শুনতেন।
পান্ডবদের বনবাস,
বারনাবতের জতুগৃহ,
দ্রৌপদীর বস্ত্রহরণ,
দেখা না দেখায়
কোনো ফারাক তৈরি করে নি।
চোখ থাক বা না থাক,
মন অন্ধ হলে ---
কুরুক্ষেত্র অনিবার্য!
0 Comments.