Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

আইন ও চুক্তিপত্র

'আইন' কথার মধ্যে 'শাসন' আছে 'চুক্তিপত্র' কথার মধ্যে গোপনীয়তার রয়েছে উভয়ই ব্যক্তিস্বাধীনতার বিপরীত-- কর্তৃত্ববাদী জোর করে পানি খাওয়ানোর ট্যাবলেট। এ দুটিকে শুধুই শব্দ বলেই মনে হয় আমার এ দুটি শব্দকে অগোছালো মনে হয় এ দুটি শব্দ দেখলেই ফিলিস্তিনির কথা মনে পড়ে সিরিয়ার শিশুদের কথা মনে পড়ে আফ্রিকার নিগ্রোদের কথা মনে পড়ে সব দেশের চা-শ্রমিকের কথা মনে পড়ে। আর মনে হয় তিস্তা নদীর কথা, নীল নদের কথা জেরুজালেম, শ্রীনগর, কাবুল, বাগদাদের কথাও মনে হয়।
'আইন' সাদার পক্ষেই কথা বলে-- ক্ষমতার বিপক্ষে যাওয়ার সাধ্যি কমই, 'চুক্তিপত্র' ক্ষমতার ক্রীতদাস আবার স্বাধীনতাও কিন্তু ক্ষমতাপক্ষের-- উঁচুশ্রেণির 'সংগ্রাম' শুধু ভারসাম্য রক্ষা করতে চায়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register