Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে জাহাঙ্গীর আজাদ

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে জাহাঙ্গীর আজাদ

উত্তরপুরুষেরা

চেয়েছিলে তুমিও নিবারণ চক্রবর্তীরা আসুক ঝাঁ-চকচকে চেহারায়, আগ্রাসী সৌরমন্ডলের গনগনে আঁচ থেকে দূরত্বে দাঁড়িয়ে যারা নির্মাতা হবে ভিন্ন আলোর । অতঃপর আমি ও আমরা উত্তরাধুনিকতার দায় আর প্রতিনিধিত্ব কাঁধে নিয়ে স্বজ্ঞান সচেতনে ভরে তুলছিলাম কখনও তীর্যক, কখনো শানিত শস্য কখনো পরাসুন্দরের ভাঁড়ার । আমাদের মেধাজুড়ে দূর পশ্চিম, আমাদের প্রজ্ঞায় সুদূর পুর্বের দীক্ষা ও পরম্পরা । অথচ দীর্ঘ পরিভ্রমণের পর বিব্রত আমরা দেখলাম, যে অঙ্কুর ছুঁতে চাই তাতেই তোমার আলখেল্লার রোঁয়া লেগে আছে । স্বচ্ছ হ্রদের আয়নায় নিজের সঞ্চয় ব্যারোমিটারে মাপতে গিয়ে দেখি তোমার তৃভঙ্গ ছায়া জলনৃত্যে সমূহ মূদ্রায় । সহস্রাব্দ পেরিয়ে এসে, উত্তরপুরুষেরা দীর্ঘ সারি বেঁধে আজ দাঁড়িয়েছি তোমার সম্মুখে, ছাতিমতলার ক্যামোফ্লেজে রৌদ্রছায়ায় তোমার স্বপ্নের যতো নিবারণ চক্রবর্তীরা । তুমি রাগী চোখে মাপছো পিগমি মানবদের সমগ্র অন্তঃসার । আর সন্ত্রস্ত আমরা দেখলাম, সৌরমন্ডল থেকে বেরুনোর আত্মশ্লাঘায় আমরা সবাই মিলে খুব খুদে বামন এক রবি-সংস্করণ । আচ্ছা, তোমার এতো এতো স্থিরচিত্র, কিছুকিছু চলচ্চিত্রও, সর্বত্র অতুষ্ট তীব্র রাগী চোখ--- উত্তরপুরুষদের অপারঙ্গমতা তুমি আগেই দেখেছিলে অন্তর্ভেদী দিব্যদৃষ্টিতে ? তোমার সহাস্যমুখ কোন ছবি আমাদের কারো কাছে নেই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register