সত্যকথা বললে কেনো সোনার ছেলের গা জ্বলে!
মন্দ বায়ু বাড়তে দিলে তা থাকে না বট তলে।
সবুজভুমে শিকলবাহা বইছে জানি আঁচল ধরে
অন্তরজ্বলা বসতকারীও থাকতে হবে মাটির ঘরে।
কেউ না জানুক, স্রষ্টা জানে - ভাঙ্গতে জানার কাহিনী
সাগরজলে ভাইসা যাবে - পালবে যতো শ্যাম বাহিনী।
সত্যমিথ্যা ঘর করে না - আদল ভাঙ্গার হিমঘরে
ভূবনপুরে আসছে জানি - ধরতে জানা সত্যস্বরে।
ভুলের চালে হাঁটছো যারা - স্বপন পুরের যাত্রী হয়ে
সস্তাহাতে সব করেছো -নিজের ঘাড়ে বোঝা বয়ে!
লেখক দ্বয়ের হিসেব যখন- বলবে কথা হাসর মাঠে
নেতার হুকুম মানতে গিয়ে - ধরা খাবে ঘাটে ঘাটে!
মানুষ তুমি, বিবেক আছে - তাই করেছে সেরা জাতি
বোধের জায়গা মেলে দেখো - টিকে থাকবে সত্যবাদী।
0 Comments.