Thu 18 September 2025
Cluster Coding Blog

সম্পাদিকা উবাচ

maro news
সম্পাদিকা উবাচ

প্রথমেই দেরির জন্য মাপ চাইছি৷ কোন অজুহাত দিতে চাইছিনা৷ শুধু কটা কথা

আমারা দড়ি ওপর দিয়ে হাঁটছি ৷ একটু বেসামাল হলেই নীচে একেবারে খাঁদে পড়ে যাওয়ার ভয়৷ প্রতিদিন প্রতিনিয়ত গুনতি চলছে নিঃশ্বাসের৷ পরমায়ু বিক্রি হয়ে গেছে ক্ষমতা লোভীদের হাতে৷ যাদের হাতে নৌকার দ্বার ছিল, তারা নৌকাকে এগিয়ে নিয়ে গেছে প্রবল ঝরের দিকে৷ আমরা বুঝতেও পারিনি কারা কখন কীভাবে আমাদের জীবন থেকে একটু একটু ধুয়ে দিয়েছে রং৷ এখন শুধু পরে রয়েছে রংহীন বিবর্ণ কিছু ছাই৷
ক্রমে বিষের কারবারিদের ব্যাবসা ফুলে ফেঁপে ওঠে৷ ক্ষমতা মুঠোয় ধরে, বেচে দেয় বিবেক৷ সিংহাসনের লড়াইয়ে উলুখাগড়ার দল বিষাক্ত শরীর নিয়ে, ফুরিয়ে আসে প্রতিদিন৷ ফুসফুস হৃৎপিন্ড জুরে সংক্রমণের তীব্রতা৷ স্বজনহারা, প্রতিবেশী, বন্ধুর ফুরিয়ে আসা জীবনের দিকে তাকিয়ে সন্ত্রস্ত মনে মরার আগে আরও হাজারবার মৃত্যুকে স্বীকার করে নেওয়া৷
এর নাম তো জীবন হতে পারে না৷ আমার জীবন আমারই৷ যে রাজাধিরাজ ক্ষমতা দখলের লড়াইয়ে আমাকে বোরে বানিয়েছে, তাকে মাত দিতে না পারি শিরদাঁড়াটা সোজা করে লড়াইটা তো করতে পারি! মরতে তো হবেই তার আগে মরে বেঁচে থাকার যে গ্লানি, তাকে আর গায়ে নাই বা মাখলাম৷ জীবন যেমন চ্যালেঞ্জ ছু়ঁড়ে দেবে সেই চ্যালেঞ্জকে ছুঁয়ে দেখার জন্য যে যে রসদ লাগবে হয়ত সেগুলো নেই, কিন্তু আমার কাছে যেটা আছে, যা আমার একান্ত নিজস্ব সেটা হল সাহস, লড়াই করার ক্ষমতা, সেটুকুকে কাজে লাগানোর সময় এটা৷ সময় বা রাজারা যতই অবিচার করে থাকুক এই লড়াইয়ের জোরটুকু, আবার আমাদের পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে সাহায্য করবে৷
কী নেই, কতটা নেই, কোথায় নেই …..... না দেখব না৷ হারার আগেই হারা নয়৷ মানসিক ভাবে সবাই সবার পাশে থাকার সময়৷
সঙ্গে থাকুন৷ লিখতে থাকুন৷ পড়তে থাকুন৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register