Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে নুসরাত রীপা

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে নুসরাত রীপা

আমি ভালো আছ

আমি ভালো আছি, তুমি ভালো আছো, ভালো আছে সব নারী? ভালো থাকি সবে যদি নিরাপদে পথ চলতে পারি। ভালো থাকি তবে বাইরে ও ঘরে যদি না নিপীড়িত হই ভালো থাকি তবে আমরা মেয়েরা যদি মন খুলে কথা কই
আমি ভালো আছি, তুমি ভালো আছো, সব নারী ভালো থাক বুকেতে লালিত স্বপ্ন-আশারা সব পূর্ণতা পাক
নারীরা যদি ভালো থাকে তবে ভালো থাকে মানব জাতি ভালো থাকে ফুল, নদী-লতাপাতা, দিবস এবং রাতি ভালো থাকে এই মাটির ধরণী, ভালো থাকে বিশ্ব লোক আমি ভালো আছি, তুমি ভালো আছো, নারীদের ভালো হোক------
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register